Current Affairs May 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩

Current Affairs May 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩

Current Affairs May 2023 || কারেন্ট অ্যাফেয়ার্স মে ২০২৩ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারি হবে। সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে যে প্রশ্নগুলো এসে থাকে সেখানে উত্তর করা তাদের জন্য সহজ হয়। তাই গুরুত্ব সহকারে লেখাটি পড়ুন।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স- অ্যান্ড লিটারেচার (FOSWAL) কাকে বিশেষ সাহিত্য সম্মাননায় ভূষিত করে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

প্রশ্ন : কলাগাছের সুতায় তৈরি প্রথম শাড়ি ‘কলাবতী’র কারিগরের নাম কী?
উত্তর : রাধাবতী দেবী ।

প্রশ্ন : ‘বাংলাদেশ প্রাকৃতিক ইতিহাস জাদুঘর’ কোথায় নির্মিত হবে?
উত্তর : কক্সবাজার।

প্রশ্ন : প্রথমবারের মতো পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল করে কবে?
উত্তর : ৪ এপ্রিল ২০২৩ ৷

প্রশ্ন : পদ্মা সেতুতে প্রথম ট্রেন চালকের নাম কী?
উত্তর : রবিউল ইসলাম ।

প্রশ্ন : জাতিসংঘের ‘অ্যাডভাইজরি বোর্ড অব এমিনেন্ট পারসন্স অন জিরো ওয়েস্ট’-এর সদস্য হিসেবে নিয়োগ পান কে?
উত্তর : অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস (প্রথম বাংলাদেশি)।

প্রশ্ন: ৯ এপ্রিল ২০২৩ ষষ্ঠ জনশুমারি ২০২২ এর সমন্বয়কৃত তথ্য অনুযায়ী, গ্রামে ও শহরে কত শতাংশ জনগণ বাস করে?
উত্তর : মোট জনসংখ্যার ৬৮.৩৪% গ্রামে ও ৩১.৬৬% শহরে ।

আরও পড়ুন :  বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্নোত্তর

প্রশ্ন : বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (BBS) তথ্য মতে, ২০২৩ সালের মার্চ মাসে মূল্যস্ফীতির হার কত ছিল?
উত্তর : ৯.৩৩% ।

প্রশ্ন : ২৬ মার্চ ২০২৩ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর জ্যাকসন হাইটস এলাকার ৭৩ স্ট্রিটের নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : বাংলাদেশ স্ট্রিট ।

প্রশ্ন : দেশের প্রথম Mobile Financial Services (MFS) সেবাযুক্ত আর্থিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর : নগদ ফাইন্যান্স পিএলসি।

প্রশ্ন : বাংলা কিউআর কী?
উত্তর : বাংলা কিউআর হলো দেশের সব ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেসের (MFS) অ্যাপভিত্তিক লেনদেন নিষ্পত্তির একটি অভিন্ন ‘প্ল্যাটফর্ম।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন: যুক্তরাষ্ট্রে বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের প্রতিনিধিদের নিয়ে দ্বিতীয় গণতন্ত্র সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
উত্তর : ২৯-৩০ মার্চ ২০২৩

প্রশ্ন : প্রথম ইউরোপীয় দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা AI চ্যাটবট, চ্যাটজিপিটি প্রযুক্তি নিষিদ্ধ ঘোষণা করে কোন দেশ?
উত্তর : ইতালি ।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফৌজদারি অভিযোগে নিউইয়র্কের ম্যানহাটন আদালতে কবে গ্রেপ্তার হন?
উত্তর : ৪ এপ্রিল ২০২৩।

আরও পড়ুন :  জাতীয় শিল্পনীতি ২০২২

প্রশ্ন : ‘পিতৃভূমির রক্ষাকর্তা’ নামে নতুন তহবিল গঠন করে কোন দেশ?
উত্তর : রাশিয়া (ইউক্রেন যুদ্ধে নিহত সৈন্যদের পরিবারের কল্যাণার্থে)।

প্রশ্ন : ৬ এপ্রিল ২০২৩ ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান কোথায় বৈঠকে বসেন?
উত্তর : বেইজিং, চীন ।

প্রশ্ন : বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট এর কোম্পানির নাম কী?
উত্তর : LVMH ।

প্রশ্ন : জার্মানির প্রথম পরমাণু বিদ্যুৎ কেন্দ্র চালু হয় কবে?
উত্তর : ১৯৬৭ সালে।

প্রশ্ন : ৩২তম,আরব লীগ শীর্ষ সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ১৯ মে ২০২৩; রিয়াদ, সৌদি আরব।

প্রশ্ন : ২০২৩ সালের মার্চে কোন ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মানুষের মৃত্যু হয়?
উত্তর : H3N8 (চীনের গুয়াংডং প্রদেশে

প্রশ্ন : ২০২৩ সালের NUMBEO’র তথ্য অনুসারে, যানজটে শীর্ষ দেশ কোনটি?
উত্তর : নাইজেরিয়া ।

প্রশ্ন: ২০২৩ সালের NUMBEO’র তথ্য অনুসারে, যানজটে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর: তৃতীয় ।

প্রশ্ন : TEMPO’র পূর্ণরূপ কী ?
উত্তর : Tropospheric Emissions; Monitoring of Pollution.

প্রশ্ন: DAGGER’র পূর্ণরূপ কী?
উত্তর : Deep Learning Geomagnetic Perturbation.

আরও পড়ুন :  এলসি (ঋণপত্র)

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : ICC’র ২০২৩ সালের মার্চ মাসের সেরা পুরুষ ক্রিকেটার কে?
উত্তর: সাকিব আল হাসান (বাংলাদেশ)।

প্রশ্ন : ২৬ মার্চ ২০২৩ টি-২০ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জয় লাভ করে কোন দেশ?
উত্তর : দক্ষিণ আফ্রিকা (২৫৮ তাড়া করে উইন্ডিজের বিপক্ষে)।

শ্ন : ২৭ মার্চ ২০২৩ লিওনেল মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করে কোন সংস্থা?
উত্তর : দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (CONMEBOL)।

প্রশ্ন : অনূর্ধ্ব-১৭ নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর : রাশিয়া (রানার্স আপ-বাংলাদেশ)।

প্রশ্ন : প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) আজীবন সদস্য হন কে?
উত্তর: মাশরাফী বিন মোর্তুজা ।

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)-এর ১৩তম ওয়ানডে বিশ্বকাপের লোগোর নাম কী?
উত্তর: নাভারাসা (অর্থ নয় আবেগ)।

প্রশ্ন : ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বোচ্চ গোলদাতা খেলোয়াড়ের নাম কী?
উত্তর: লিওনেল মেসি।

প্রশ্ন : ৬ এপ্রিল ২০২৩ প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিং অনুযায়ী, শীর্ষ দেশ কোনটি?
উত্তর: আর্জেন্টিনা; বাংলাদেশ ১৯২তম।

প্রশ্ন : সাকিব আল হাসানের প্রথম অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী ?
উত্তর : অমলিন থাকুক প্রতিটি হাসি।

Leave a Reply