1. Home
  2. Docs
  3. ৫ম শ্রেণি
  4. আমার বাংলা বই...
  5. সবার আমি ছাত্র

সবার আমি ছাত্র

আকাশ আমায় শিক্ষা দিল—
উদার হতে ভাই রে,
কর্মী হবার মন্ত্র আমি
বায়ুর কাছে পাই রে।

পাহাড় শিখায়— থেমে থেকেও
দৃঢ় থাকা কেমন,
মৌন-মহান হওয়ার পাঠ
তার মাঝে পাই নিমেষে।

খোলা মাঠের উপদেশে—
দিল-খোলা হই তাই রে,
মুক্ত প্রান্তরে শিখি আমি
স্বাধীন প্রাণ ছুটাই রে।

সূর্য আমায় মন্ত্রণা দেয়—
আপন তেজে জ্বলতে,
চাঁদ শিখায় হাসতে মোরে,
মধুর বাণী বলতে।

মাটির কাছে সহিষ্ণুতা
পেয়েছি আমি শিক্ষা,
আপন কাজে কঠোর হতে
পাষাণ দিল দীক্ষা।

বিশ্বজোড়া পাঠশালা মোর,
সবার আমি ছাত্র,
নানান ভাবে শিখছি কিছু
দিনের সাথে রাত।

এই পৃথিবীর বিরাট খাতায়,
পাঠ্য যেসব পাতায় পাতায়,
শিখছি সেগুলি কৌতূহলে—
নেই দ্বিধা লেশমাত্রে।