মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে / মানুষের মাঝে আমি বাঁচিবারে চাই।
জীবন এক মহার্ঘ উপহার—প্রকৃতির কোলে, মানুষের ভালোবাসায় সে হয়ে ওঠে অর্থবহ, বর্ণময়। মানুষ জন্মায় আলো-হাওয়ার এই জগতে, যেখানে ভোরে পাখির গান, দুপুরে রোদের রঙ, সন্ধ্যায় বাতাসের গন্ধ—সব মিলিয়ে এক অদ্ভুত…