• হোম
  • চাকরি পরীক্ষার প্রস্তুতি

১২তম বিসিএস (বিশেষ- পুলিশ ক্যাডার) এমসিকিউ ধরনের লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান ১৯৯০-৯১

  • বিসিএস
  • ১৯৯১

বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর

Back

ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে, সেটি হচ্ছে-

মূল মধ্যরেখা

কর্কট ক্রান্তি রেখা

মকর ক্রান্তি রেখা

আন্তর্জাতিক তারিখ রেখা

বিস্তারিত ও মন্তব্য

নিচের কোন উক্তিটি সঠিক?

বায়ু একটি যৌগিক পদার্থ

বায়ু একটি মৌলিক পদার্থ

বায়ু একটি মিশ্র পদার্থ

বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়

বিস্তারিত ও মন্তব্য

প্রবল জোয়ারের কারণ, এ সময়-

সূর্য ও চন্দ্র পৃথিবীর সঙ্গে সমকোণ করে থাকে

চন্দ্র পৃথিবীর সবচেয়ে কাছে থাকে

পৃথিবী সূর্যের সবচেয়ে কাছে থাকে

সূর্য, চন্দ্র ও পৃথিবী এক সরল রেখায় থাকে

বিস্তারিত ও মন্তব্য

ফিউশন প্রক্রিয়ায়-

একটি পরমাণু ভেঙ্গে প্রচণ্ড শক্তি সৃষ্টি করে

একাধিক পরমাণু যুক্ত হয়ে নতুন পরমাণু গঠন করে

ভারী পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু গঠিত হয়

একটি পরমাণু ভেঙ্গে দুটি পরমাণু সৃষ্টি হয়

বিস্তারিত ও মন্তব্য

সাধারণ স্ট্রোরেজ ব্যাটারিতে সিসার ইলেকট্রোডের সঙ্গে যে তরলটি ব্যবহৃত হয় তা হলো-

নাইট্রিক এসিড

সালফিউরিক এসিড

এমোনিয়াম ক্লোরাইড

হাইড্রোক্লোরিক এসিড

বিস্তারিত ও মন্তব্য

পালতোলা নৌকা সম্পূর্ণ অন্য দিকের বাতাসকেও এর সম্মুখ গতিতে ব্যবহার করতে পারে। কারণ-

ক্রিয়ার বদলে প্রতিক্রিয়াটি ব্যবহৃত হয়

সম্মুখ অভিমুখে বলের উপাংশটিকে কার্যকর রাখা হয়

পালের দাড়িতে টানের নিয়ন্ত্রণ বিশেষ দিকে বাতাসকে কার্যকর করে

পালের আকৃতিকে সুকৌশলে ব্যবহার করা যায়

বিস্তারিত ও মন্তব্য

রিমোট সেন্সিং বা দূর অনুধাবন বলতে বিশেষভাবে বুঝায়-

রেডিও ট্রান্সমিটার সহযোগে দূর থেকে তথ্য সংগ্রহ

রাডারের সাহায্যে চারদিকের পরিবেশের অবলোকন

কোয়াসার প্রভৃতি মহাজাতিক উৎস থেকে সংকেত অনুধাবন

উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

বিস্তারিত ও মন্তব্য

১০

গ্রিন-হাউজ ইফেক্ট বলতে বুঝায়-

সূর্যালোকের অভাবে সালোক সংশ্লেষণে ঘাটতি

তাপ আটকে পড়ে সার্বিক তাপমাত্রা বৃদ্ধি

প্রাকৃতিক চাষের বদলে ক্রমবর্ধমানভাবে কৃত্রিম চাষের প্রয়োজনীয়তা

উপগ্রহের সাহায্যে দূর থেকে ভূমণ্ডলের অবলোকন

বিস্তারিত ও মন্তব্য

১১

রান্না করার হাড়ি পাতিল সাধারণত এলুমিনিয়ামের তৈরি হয়। এর প্রধান কারণ-

এটি হালকা ও দামে সস্তা

এটি সব দেশেই পাওয়া যায়

এতে দ্রুত তাপ সঞ্চারিত হয়ে খাদ্যদ্রব্য তাড়াতাড়ি সিদ্ধ হয়

এটি সহজে ভেঙ্গে যায় না এবং বেশি গরম সহ্য করতে পারে

বিস্তারিত ও মন্তব্য

১২

পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ, আলোর-

পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন

প্রতিসরণ

বিচ্ছুরণ

পোলারায়ন

বিস্তারিত ও মন্তব্য

১৪

আকাশে বিজলী চমকায়-

দুই খণ্ড মেঘ পরস্পর সংঘর্ষে এলে

মেঘের অসংখ্য পানি ও বরফ কণার মধ্যে চার্জ সঞ্চিত হলে

মেঘে বিদ্যুৎ পরিবাহী কোষ তৈরি হলে

মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে

বিস্তারিত ও মন্তব্য

১৫

কোনো বস্তুকে পানিতে সম্পূর্ণভাবে ডুবালে পানিতে যেখানে এটা রাখা যায় সেখানেই এটা থাকে কারণ-

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম

বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের সমান

বস্তু ও পানির ঘনত্বের মধ্যে নিবিড় সম্পর্ক বিদ্যমান

বিস্তারিত ও মন্তব্য
...