- হোম
- চাকরি পরীক্ষার প্রস্তুতি
১৩তম বিসিএস প্রিলিমিনারি ও লিখিত প্রশ্ন সমাধান ১৯৯১-৯২
- বিসিএস ১৯৯২
- গণিত
সম্পর্কিত প্রশ্ন সমূহ
একটি লোক খাড়া উত্তর দিকে m মাইল দূরত্ব অতিক্রম করে প্রতি মাইল ২ মিনিটে এবং খাড়া দক্ষিণ দিকে পূর্বস্থানে ফিরে আসে প্রতি মিনিটে ২ মাইল হিসেবে। লোকটির গড় গতিবেগ ঘণ্টায় কত মাইল?
৪৫
৪৮
৭৫
২৪
কোনো পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয় এবং বাকি প্রশ্নগুলোর এক-তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
২০টি
৩০টি
৪০টি
৫০টি
একটি সমবাহু ষড়ভুজের অভ্যন্তরে অঙ্কিত বৃহত্তম বৃত্তের আয়তন ১০০n হলে ঐ ষড়ভুজের আয়তন কত?
200√3
200
100√3
300√3
একটি গোল মুদ্রা টেবিলে রাখা হলো। এই মুদ্রার চারপাশে একই মুদ্রা কতটি রাখা যেতে পারে যেন তারা মাঝের মুদ্রাটিকে এবং তাদের দুপাশে রাখা দুটি মুদ্রাকে স্পর্শ করে?
8
6
4
10
y = ৩x + ২, y = -6x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি-
একটি সমবাহু ত্রিভুজ
একটি সমদ্বিবাহু ত্রিভুজ
একটি বিষমবাহু ত্রিভুজ
একটি সমকোণী ত্রিভুজ
একটি ১০,০০০ টাকার বিলের ওপর এককালীন ৪০% কমতি এবং পর পর ৩৬% ও ৪% কমতির পার্থক্য কত টাকা?
শূন্য
১৪৪
২৫৬
৪০০