PPP’র ভিত্তিতে সৌদি বিনিয়ােগ

সরকারি-বেসরকারি অংশীদারত্ব (Public-Private Partnership- PPP) এর ভিত্তিতে বাংলাদেশে বিনিয়ােগ করবে সৌদি আরব। ২৮ অক্টোবর ২০২১ সৌদি আরবের রিয়াদে দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝােতা স্মারক স্বাক্ষরিত হয়।
সৌদি আরবের পক্ষে দেশটির বিনিয়ােগবিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহ এবং বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়ােগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সমঝােতা স্মারকে স্বাক্ষর করেন। সমঝােতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশের অবকাঠামাে, চিকিৎসা, পর্যটনসহ বিভিন্ন খাতে সৌদি বিনিয়ােগ বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, ১৯ সেপ্টেম্বর ২০২১ সালমান এফ রহমান সৌদি বিনিয়ােগ বিষয়ক মন্ত্রী খালিদ আল ফালিহর সঙ্গে বৈঠককালে বাংলাদেশে বিনিয়ােগ বাড়াতে সরকারিবেসরকারি অংশীদারত্ববিষয়ক সমঝােতা স্মারক স্বাক্ষরের বিষয়ে অনুরােধ জানান। বিদ্যমান ভৌত অবকাঠামাে সংকট থেকে উত্তরণের উপায় হিসেবে সরকারি ও বেসরকারি খাতের অংশীদারত্বমূলক উদ্যোগের ওপর সরকার গুরুত্ব আরােপ করে আসছে।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- বৈদ্যুতিক গাড়ির যুগে বাংলাদেশ
- বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি
- দেশের প্রথম স্পেশালাইজড হাসপাতাল
- কৃষকের সুরক্ষায় কিষানি ড্রোন
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কর্মপরিকল্পনা
- বাংলাদেশের নারী শিক্ষায় মালালা ফান্ড
- জাতীয় কৃষি কাউন্সিল গঠন
- ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু
- বিশ্বে প্রথম দ্বৈত টিকার অনুমােদন
- যুক্তরাজ্যে নতুন বাণিজ্যনীতি
এ লক্ষ্যে ২০১০ সালে PPP পলিসি প্রণয়ন করা হয়। একই সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয়। আর ২০১৫ সালে বাংলাদেশে সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন প্রণয়ন করা হয়।