সকল প্রশ্নকবে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?
Preparation Staff asked 2 weeks ago

১৭৮৯ সালের ফরাসি বিপ্লব ছিল আধুনিক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা। এই বিপ্লবের মাধ্যমে ফ্রান্সে রাজতন্ত্রের অবসান ঘটে এবং গণতন্ত্র, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের ধারণা প্রতিষ্ঠিত হয়।

বিপ্লবের পটভূমি ছিল দীর্ঘদিনের সামাজিক অসাম্য, রাজকীয় দুর্নীতি, খাদ্য সংকট ও উচ্চ কর। জনগণের মধ্যে ক্ষোভ তীব্র হতে থাকে এবং অবশেষে ১৪ জুলাই ১৭৮৯ সালে বাস্তিল দুর্গ আক্রমণের মধ্য দিয়ে বিপ্লবের সূচনা ঘটে।

এর ফলাফল ছিল ব্যাপক: রাজা ষোড়শ লুই ও রানী মেরি অঁতোয়ানেতকে মৃত্যুদণ্ড দেওয়া হয়; ‘মানবাধিকার ঘোষণা’ প্রকাশিত হয়; নতুন সংবিধান তৈরি হয়। এই বিপ্লব সমগ্র ইউরোপে বিপ্লব ও গণতন্ত্রের বীজ বপন করে।