সকল প্রশ্নCategory: বাংলা ব্যাকরণ‘নৈসর্গিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?
Preparation Staff asked 2 months ago

‘নৈসর্গিক’ এর বিপরীতার্থক শব্দ কোনটি?

ক. দিবাকালীন
খ. রাত্রিকালীন
গ. প্রাকৃতিক
ঘ. কৃত্রিম
1 Answers
Preparation Staff answered 2 months ago

উত্তর: ঘ. কৃত্রিম

ব্যাখ্যা: ‘নৈসর্গিক’ শব্দের অর্থ হলো স্বাভাবিক বা প্রকৃতিজাত, যা প্রকৃতি থেকে উৎপন্ন হয়েছে। এর বিপরীতার্থক শব্দ হবে ‘কৃত্রিম’, যার অর্থ মানবসৃষ্ট বা স্বাভাবিক নয়। অন্য শব্দগুলোর মধ্যে ‘প্রাকৃতিক’ শব্দটি নৈসর্গিকের সমার্থক এবং ‘দিবাকালীন’ ও ‘রাত্রিকালীন’ সময় বোঝায়।