বাইজেনটাইন সাম্রাজ্য, যা পূর্ব রোমান সাম্রাজ্য নামেও পরিচিত, এর রাজধানী ছিল কনস্টান্টিনোপল (বর্তমানে ইস্তাম্বুল, তুরস্ক)। এটি রোমান সম্রাট কনস্টান্টাইন ৩২৪ খ্রিস্টাব্দে রাজধানী হিসেবে গড়ে তোলেন এবং তার নামেই শহরটির নামকরণ করেন।
এই শহর ছিল ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত, ফলে এটি বাণিজ্য, রাজনীতি ও ধর্মীয় কেন্দ্র হয়ে ওঠে। বাইজেনটাইনরা খ্রিস্টধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এখানেই গড়ে ওঠে বিশাল ‘হাগিয়া সোফিয়া’ গির্জা।
কনস্টান্টিনোপল ছিল একাধারে ধর্মীয়, সাংস্কৃতিক ও সামরিক দিক থেকে অদ্বিতীয় এক শহর। ১৪৫৩ সালে অটোমান তুর্কিদের হাতে এটি পতিত হলে বাইজেনটাইন সাম্রাজ্যের অবসান ঘটে। আজকের ইস্তাম্বুল শহরের ইতিহাসের মূল শিকড় এখানেই নিহিত।
Please login or Register to submit your answer