সকল প্রশ্নমর্গান ‘Ancient Society’ গ্রন্থে সমগ্র মানব সমাজের বিবর্তনের ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন?
Preparation Staff asked 4 weeks ago

লুইস হেনরি মর্গান (Lewis Henry Morgan) ছিলেন একজন বিশিষ্ট নৃবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানী। তিনি তার "Ancient Society" (1877) গ্রন্থে মানব সভ্যতার ক্রমান্বয় বিবর্তন ব্যাখ্যা করেছেন।

  • বন্যদশা (Savagery): এই পর্যায়ে মানুষ প্রধানত শিকার ও সংগ্রহকারী জীবনযাপন করত। আগুনের ব্যবহার ও ভাষার বিকাশ ঘটেছিল।

  • বর্বরদশা (Barbarism): কৃষিকাজের প্রচলন, ধাতুর ব্যবহার ও পশুপালন শুরু হয়।

  • সভ্যদশা (Civilization): লেখার প্রচলন, রাষ্ট্র গঠন ও শিল্প-সংস্কৃতির উন্নয়ন ঘটে।

মর্গানের এই তত্ত্বকে "বিবর্তনবাদী দৃষ্টিভঙ্গি" বলা হয়, যা পরবর্তী নৃবিজ্ঞানী ও সমাজতাত্ত্বিকদের ওপর গভীর প্রভাব ফেলেছিল।