সকল প্রশ্নমাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হলে কী করা উচিত?
Preparation Staff asked 1 month ago

যদি মাসিকের সময় প্রচুর রক্তক্ষরণ হয় (এক ঘণ্টার মধ্যে প্যাড পরিবর্তন করতে হয়) বা ৭ দিনের বেশি স্থায়ী হয়, তাহলে এটি মেনোরেজিয়া হতে পারে। এর কারণ হতে পারে ফাইব্রয়েড, হরমোন সমস্যা বা অন্য কোনো শারীরিক সমস্যা। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।