কলেরার চিকিৎসা কীভাবে করা হয়?
কলেরার চিকিৎসার মূল লক্ষ্য হলো শরীরের পানিশূন্যতা পূরণ করা। সাধারণত, ওআরএস (ORS) সবচেয়ে কার্যকর চিকিৎসা। তবে মারাত্মক অবস্থায় রোগীকে শিরায় স্যালাইন (IV fluids) দেওয়া প্রয়োজন হতে পারে। কিছু ক্ষেত্রে, চিকিৎসকরা অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে থাকেন, যা রোগের তীব্রতা কমাতে সহায়ক হতে পারে। কিন্তু ওআরএস ও পানি গ্রহণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়। চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হতে পারে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য।
Please login or Register to submit your answer