সকল প্রশ্নকোন গুনাহের জন্য মৃত্যুর পূর্বে দুনিয়াতেই শাস্তি দেওয়া হয়ে থাকে?
Preparation Staff asked 4 hours ago
ইসলামে পিতা-মাতার প্রতি সদাচরণ করা অত্যন্ত গুরুত্বের সাথে নির্দেশিত হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ (সা.) হাদিসে উল্লেখ করেছেন, “পিতা-মাতার অবাধ্যতা এমন একটি গুনাহ, যার শাস্তি কেবল পরকালে নয়, দুনিয়াতেই দ্রুত এসে যায়।” এই গুনাহ আল্লাহর কাছে এতটাই ঘৃণিত যে, এটি ব্যক্তি ও সমাজের শান্তি নষ্ট করে দেয়। অনেক সময় দেখা যায়, এই গুনাহের কারণে জীবনে অশান্তি, ব্যর্থতা কিংবা কষ্ট নেমে আসে। তাই ইসলামে পিতা-মাতার খেদমত ও সম্মানকে ঈমানের অঙ্গ হিসেবে গণ্য করা হয়েছে। তাদের অবাধ্যতা চরম পরিণতির দিকে নিয়ে যেতে পারে।