কোন পরিস্থিতিতে ডায়রিয়ার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি?
যদি ডায়রিয়া ৩ দিনের বেশি স্থায়ী হয়, প্রচণ্ড ডিহাইড্রেশন দেখা দেয়, উচ্চ মাত্রার জ্বর থাকে, মলে রক্ত দেখা যায় বা শিশুর প্রস্রাব কমে যায়, তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এছাড়া যদি রোগী খুবই দুর্বল হয়ে পড়ে বা অজ্ঞান হওয়ার উপক্রম হয়, তবে হাসপাতালে ভর্তি করানো দরকার।
Please login or Register to submit your answer