‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পান?

সকল প্রশ্নCategory: বাংলা সাহিত্য‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পান?

‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থের জন্য কে নোবেল পুরস্কার পান?

ক) নজরুল ইসলাম
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) জীবনানন্দ দাশ
ঘ) সুকান্ত ভট্টাচার্য
1 Answers
উত্তর: খ) রবীন্দ্রনাথ ঠাকুর ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৩ সালে তাঁর কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’র জন্য নোবেল পুরস্কার পান। এটি বাংলা সাহিত্যের ইতিহাসে এক বিশাল গৌরবের বিষয়। ‘গীতাঞ্জলি’ মূলত বাংলা ভাষায় লেখা হলেও পরে তিনি এটি ইংরেজিতে অনুবাদ করেন, যা বিশ্বসাহিত্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়। ‘গীতাঞ্জলি’তে প্রকৃতি, মানবতা, ঈশ্বর ও আত্মার মুক্তির কথা গভীরভাবে প্রকাশ পেয়েছে। এটি বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে পরিচিত করতে অসাধারণ ভূমিকা রেখেছে।
Back to top button