গ্যাস্ট্রিক কি আলসারের কারণ হতে পারে?
হ্যাঁ, দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিক বা অতিরিক্ত অ্যাসিডিটি থাকলে পাকস্থলীর আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়ে আলসার হতে পারে। হেলিকোব্যাক্টর পাইলোরি (H. pylori) নামক ব্যাকটেরিয়া সংক্রমণও আলসারের কারণ হতে পারে। এটি চিকিৎসা না করলে রক্তক্ষরণ বা পাকস্থলীতে গর্ত সৃষ্টি হতে পারে।
Please login or Register to submit your answer