পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?

সকল প্রশ্নCategory: সাধারণ জ্ঞানপৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
1 Answers
নীল নদ বিশ্বের দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য প্রায় ৬,৬৫০ কিলোমিটার। এটি পূর্ব আফ্রিকা থেকে উৎপন্ন হয়ে মিশরের মধ্য দিয়ে ভূমধ্যসাগরে গিয়ে মিশেছে। নীল নদ মিশরের সভ্যতার অন্যতম প্রধান ভিত্তি, কারণ এটি কৃষিকাজ ও পানির প্রধান উৎস। তবে কিছু গবেষণা বলে যে আমাজন নদীও (দক্ষিণ আমেরিকা) নীল নদ অপেক্ষা দীর্ঘ হতে পারে, যদিও এ নিয়ে বিতর্ক রয়েছে।
Back to top button