বিরোধ যোজক কাকে বলে?

সকল প্রশ্নCategory: সাধারণ জ্ঞানবিরোধ যোজক কাকে বলে?
বিরোধ যোজক কাকে বলে? ক) যারা বিরোধ সৃষ্টি করে খ) যারা বিরোধ মীমাংসা করে গ) যারা বিরোধ বাড়িয়ে তোলে ঘ) যারা বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে
1 Answers
উত্তর: ঘ) যারা বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করে ব্যাখ্যা:
বিরোধ যোজক হলেন সেই ব্যক্তি বা সংস্থা যারা বিরোধ নিষ্পত্তিতে সহায়তা করেন। তারা বিরোধের দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। বিরোধ যোজকদের সাধারণত সালিশ, মধ্যস্থতা বা আইনি পরামর্শের মাধ্যমে বিরোধ মেটানোর দায়িত্ব পালন করতে দেখা যায়।
Back to top button