মদিনার পূর্বনাম ছিল ‘ইয়াসরিব’। এটি ছিল একটি প্রাচীন নগরী যা ইসলামের আবির্ভাবের পূর্বে বিভিন্ন গোত্রের বসবাসস্থল ছিল, বিশেষ করে ইহুদি ও আরব গোত্র। মহানবী হযরত মুহাম্মদ (সা.) মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আগমন করলে এই শহরের গুরুত্ব বৃদ্ধি পায়। পরবর্তীতে ইসলামি সমাজের কেন্দ্র হিসেবে এটি পরিচিতি পায় এবং নবীজী এই নগরীর নাম পরিবর্তন করে দেন ‘মাদীনাতুন নবী’ অর্থাৎ ‘নবীর শহর’, সংক্ষেপে ‘মদিনা’। ইসলামের ইতিহাসে এই শহর একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।
Please login or Register to submit your answer