পবিত্র কুরআন একবারে অবতীর্ণ হয়নি, বরং প্রায় ২৩ বছর সময় ধরে তা ধাপে ধাপে অবতীর্ণ হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুয়তপ্রাপ্তির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বিভিন্ন সময়, ঘটনা ও প্রয়োজন অনুযায়ী আয়াত ও সূরা অবতীর্ণ হতো। এর মধ্যে ১৩ বছর মক্কায় এবং ১০ বছর মদিনায় অবতীর্ণ হয়। এই দীর্ঘ সময় ধরে অবতরণ মুসলমানদের অন্তরে কুরআনের শিক্ষাকে ধীরে ধীরে গেঁথে দিতে সহায়ক হয়। কুরআনের এই ধাপে ধাপে অবতরণ এর বাস্তবতা, প্রজ্ঞা এবং মানব জীবনের প্রয়োজনের সঙ্গে গভীরভাবে সম্পর্কযুক্ত।
Please login or Register to submit your answer