সুরা তাওবার ৬০ নম্বর আয়াতে যাকাত ব্যয়ের ৮টি নির্ধারিত খাতের কথা বলা হয়েছে। এই খাতগুলো হলো: (১) ফকির, (২) মিসকিন, (৩) যাকাত আদায়কারী, (৪) মুআল্লাফাতুল কুলুব (যাদের হৃদয় ইসলামের প্রতি আকৃষ্ট করা হয়), (৫) দাস মুক্তিকরণ, (৬) ঋণগ্রস্ত, (৭) আল্লাহর পথে (ফি সাবিলিল্লাহ), ও (৮) মুসাফির। এই নির্ধারিত খাতের বাইরে যাকাত ব্যয় করা শরিয়তসম্মত নয়। যাকাতের মাধ্যমে ইসলামে দারিদ্র্য বিমোচন, সমাজে সমতা ও অর্থনৈতিক ভারসাম্য প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করা হয়, যা একটি সুবিচারপূর্ণ সমাজ গঠনে সহায়ক।
Please login or Register to submit your answer