সকল প্রশ্নBPSC’র চেয়ারম্যান হিসেবে মোবাশ্বের মোনেম কবে শপথ নেন?
Preparation Staff asked 4 hours ago
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC) সরকারের বিভিন্ন দপ্তরে জনবল নিয়োগের দায়িত্বপ্রাপ্ত একটি সাংবিধানিক সংস্থা। এর কার্যক্রম নিরপেক্ষ ও স্বচ্ছভাবে পরিচালিত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোবাশ্বের মোনেম, একজন অভিজ্ঞ প্রশাসক, ২০২৪ সালের ১৫ অক্টোবর BPSC'র চেয়ারম্যান হিসেবে শপথ নেন। তিনি এর আগে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বে কমিশনের কার্যক্রম আরও গতিশীল ও স্বচ্ছ হওয়ার প্রত্যাশা করা হয়। শপথ গ্রহণের মাধ্যমে তিনি সাংবিধানিকভাবে কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করেন।