সকল প্রশ্নWhat is the antonym of the word ‘monotonous’?
Preparation Staff asked 19 hours ago
Monotonous” একটি adjective, যার মানে হলো একঘেয়ে বা একই রকম, যা মানুষকে বিরক্ত বা ক্লান্ত করে। যখন কোনো কিছু বিরক্তিকর বা একঘেয়ে মনে হয়, তখন সেটি “monotonous” বলা হয়। তার বিপরীতে “interesting” শব্দটি ব্যবহৃত হয়, যা কিছু আকর্ষণীয় বা মনোযোগী হওয়া বোঝায়। যখন কোনো কিছু বৈচিত্র্যময়, চ্যালেঞ্জিং বা আকর্ষণীয় হয়, তখন সেটি "interesting" বলা হয়। সুতরাং, “monotonous”-এর বিপরীত শব্দ হবে interesting