তথ্য-প্রযুক্তির অলিম্পিক পদক হিসেবে খ্যাত WITSA Eminent Persons Award প্রদান করে World Information Technology and Services Alliance (WITSA) ২০১০ সালে প্রথমবারের মতাে এ পুরস্কারে ভূষিত হন দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা।
‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে বলিষ্ঠ নেতৃত্বদান এবং তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালের WITSA Eminent Persons Award লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।