কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান প্রশ্ন

সাধারণ জ্ঞান থেকে কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হল।আশা করছি চাকুরী পরীক্ষার্থীদের জন্য লেখাটি সহায়ক হবে।
১। ৯ ডিসেম্বর ২০২০ বেগম রােকেয়ার জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে উন্মোচিত ভাস্কর্যের নাম কী?
উত্তর-আলােকবর্তিকা।
২। দেশের তৃতীয় সাবমেরিন ক্যাবল স্থাপিত হয়েছে কোথায়?
উত্তর-কক্সবাজার।
৩। তৃতীয় সাবমেরিন ক্যাবলের মাধ্যমে বাংলাদেশ কোন ক্যাবলে যুক্ত হয়?
উত্তর-SEA-ME-WE-6
৪। ২০২০ সালে কুমিল্লায় পাওয়া নতুন প্রজাতির ‘হলুদ পদ্ম’ ফুলের নামকরণ করা হয় কী?
উত্তর-গােমতী।
৫। গােমতী বা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম কী?
উত্তর-Nelumbo nucifera gomoti,Bangladesh
৬। কূটনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য ২০২০ সালে প্রবর্তিত প্রকারের নাম কী?
উত্তর- বঙ্গবন্ধু ডিপ্লোমেটিক অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স।
৭। বাংলাদেশে চাষ করা “অমৃত” নামক আমের জাত কোন দেশের?
উত্তর-ভিয়েতনাম।
৮। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রের (TSC) নকশা করেছিলেন কে?
উত্তর- গ্রিক স্থপতি কনস্ট্যান্টিনস এ. ডক্সিয়াডিস (Constantinos A. Doxiadis)
৯। ২০২০ সালে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপােরেশন কতটি চিনিকল বন্ধের সিদ্ধান্ত নেয়?
উত্তর -৬টি- কুষ্টিয়া, পাবনা, পঞ্চগড়,শ্যামপুর (রংপুর), রংপুর (গাইবান্ধা) ও সেতাবগঞ্জ (দিনাজপুর) চিনিকল।
১০। ১৩ ডিসেম্বর ২০২০ দেশের প্রথম ‘থ্রিডি মিউজিক্যাল ফোয়ারা’ উদ্বোধন করা হয় কোথায়?
উত্তর– বরগুনা।
১১। মৃত্যুঞ্জয়ী মিত্র ভাস্কর্য কোথায় অবস্থিত ?
উত্তর- চট্টগামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধাম মন্দির এলাকায়।
১২। ১ ডিসেম্বর ২০২০ চাঁদে সফলভাবে অবতরণ করা চীনের মহাকাশযানের নাম কী?
উত্তর – Change’c-5
১৩। ৫ ডিসেম্বর ২০২০ প্রথমবার কোনাে গ্রহাণু থেকে মাটি নিয়ে পৃথিবীতে ফেরা জাপানি মহাকাশযানের নাম কী?
উত্তর– Hayabusa-2।
১৪। যুক্তরাষ্ট্রের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী কে
উত্তর– গ্যাল নরটন
১৫। যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী নারী মন্ত্রী কে?
উত্তর– ডেব হাল্যান্ড।
১৬। ২০২০ সালে কোন দেশের পার্লামেন্ট ‘তিনটি কৃষি আইন পাশ হলে কৃষক ব্যাপক আন্দোলন শুরু করে?
উত্তর– ভারত
১৭। ১৪ ডিসেম্বর ২০২০ কোন দেশ ” যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের কালাে তালিকা থেকে মুক্ত হয়?
উত্তর-সুদান।
১৮। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত আকাশ চুক্তি থেকে বের হয়ে যায় কবে?
উত্তর -২২ নভেম্বর ২০২০।
১৯। প্রকাশিতব্য The Presidential Years নামক আত্মজীবনীর লেখক কে?
উত্তর- ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।
২০। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?
উত্তর -২৫-৩১ অক্টোবর ২০২১
২১। মানব উন্নয়ন রিপোর্ট ২০২০ অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত?
উত্তর -৪,৯৭৬ মার্কিন ডলার।
২২। বাংলাদেশের গড় আয়ু কত?
উত্তর -৭২.৬ বছর।
২৩। সার্কভুক্ত দেশের গড় আয়তে শীর্ষ দেশ কোনটি?
উত্তর- মালদ্বীপ (৭৮.৯ বছর)।
২৪। সার্কভুক্ত দেশের গড় আয়ুতে সর্বনিম্ন দেশ কোনটা?
উত্তর– আফগানিস্তান (৬৪.৮ বছর)।