প্রশ্ন : সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ-এর অন্তর্ভুক্ত করে যে সংস্থা-
উত্তর : UNESCO।
প্রশ্ন : বর্তমানে দেশে মাথাপিছু দৈনিক মাছ গ্রহণের পরিমাণ-
উত্তর : ৬২.৫৮ গ্রাম।
প্রশ্ন : সমুদ্রসম্পদ রক্ষায় যে দ্বীপকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘােষণা করা হয়
উত্তর : নিঝুম দ্বীপ।
প্রশ্ন : বঙ্গভঙ্গ ব্যবস্থা রহিত করেন
উত্তর : লর্ড হার্ডিঞ্জ।
প্রশ্ন : সম্রাট অশােক যে বংশের শাসক ছিলেন-
উত্তর : মৌর্য।
প্রশ্ন : নােয়াখালী ও কুমিল্লা প্রাচীন বাংলার যে জনপদের অন্তর্ভুক্ত ছিল
উত্তর : সমতট।
প্রশ্ন : কৌলিন্য প্রথা বাংলায় প্রবর্তন করেন
উত্তর : বল্লাল সেন।
প্রশ্ন : ১৯৭১ সালের অসহযােগ আন্দোলন শুরু হয়
উত্তর : ২ মার্চ।
প্রশ্ন : বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চ ভাষণ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়
উত্তর : পঞ্চম তফসিলে ।
প্রশ্ন : নাথান কমিশন গঠন করা হয়
উত্তর : ২৭ মে ১৯১২।
প্রশ্ন : মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা
উত্তর : সম্রাট বাবর।
প্রশ্ন : বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিক হলেন
উত্তর : ডব্লিউ এ এস ওডারল্যান্ড।
প্রশ্ন : বাংলাদেশে সর্বপ্রথম AIDS শনাক্ত করা হয়
উত্তর : ১৯৮৯ সালে।
প্রশ্ন : বাংলাদেশের জিডিপিতে যে খাতের অবদান সবচেয়ে বেশি
উত্তর : সেবাখাত।
প্রশ্ন : ‘সাবাস বাংলাদেশ’ অঙ্কর্যটি অবস্থিত
উত্তর : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
প্রশ্ন : বাংলাদেশের ৩৫তম নদীবন্দর
উত্তর : বালাগঞ্জ, সিলেট।
প্রশ্ন : দ্বিতীয় বাংলাদেশ প্রেক্ষিত পরিকল্পনার সময়কাল
উত্তর : ২০২১-২০৪১ সাল।
প্রশ্ন : বর্তমানে দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র চালু আছে
উত্তর : ২টি।
প্রশ্ন : বাংলাদেশে মাছ উৎপাদনে শীর্ষ জেলা
উত্তর : ময়মনসিংহ।
প্রশ্ন : উচ্চফলনশীল জাত ‘বিইউ সয়াবিন-২’ উদ্ভাবন করে
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বশেমুরকৃবি)।
প্রশ্ন : মুক্তিযােদ্ধা তারামন বিবি যুদ্ধ করেন
উত্তর : ১১ নং সেক্টরে।
প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম বনভূমি
উত্তর : পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চল।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম মূল্য সংযােজন কর চালু হয়
উত্তর : ১ জুলাই ১৯৯১।
প্রশ্ন : কর্ণফুলী পেপার মিলস লিমিটেড অবস্থিত-
উত্তর : চন্দ্রঘােনা, রাঙামাটি।
প্রশ্ন : মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার নকশা তৈরি করেন
উত্তর : শিব নারায়ণ দাস।
প্রশ্ন : বাংলাদেশের প্রথম EPZ স্থাপিত হয়
উত্তর : চট্টগ্রামে।
প্রশ্ন : মােংলা সমুদ্রবন্দর যে নদীর তীরে অবস্থিত
উত্তর : পশুর নদী।
প্রশ্ন : বাংলাদেশের সংবিধান হলাে
উত্তর : গণপ্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে অনুচ্ছেদ রয়েছে
উত্তর : ১৫৩টি।
প্রশ্ন : সংবিধানের যে সংশােধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়
উত্তর : ১৫তম।
প্রশ্ন : তানভীর মােকাম্মেল পরিচালিত ‘জীবনটুলি’ ছবির উপজীব্য
উত্তর : একাত্তরের মুক্তিযুদ্ধ।
প্রশ্ন : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনােগ্রামে তারকা চিহ্নিত থাকে
উত্তর : ৪টি।
প্রশ্ন : বাংলাদেশের দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ উপজাতি
উত্তর : সাওতাল।
প্রশ্ন : ব্যাংক নােটে স্বাক্ষর থাকে
উত্তর : বাংলাদেশ ব্যাংকের গভর্নবের।
প্রশ্ন : বাংলাদেশের জাতীয় সংসদে কোরাম হয়
উত্তর : ৬০ জনে।
প্রশ্ন : The Hindu Women’s Rights to Property Act প্রণীত হয়
উত্তর : ১৯৩৭ সালে ।
প্রশ্ন : মুক্তিযুদ্ধে ৪নং সেক্টরের প্রধান ছিলেন
উত্তর : মেজর জেনারেল (অব.) সি আর (চিত্তরঞ্জন) দত্ত।