প্রশ্ন সমাধান

৪৫তম বিসিএস পরীক্ষার বাংলা অংশের সমাধান

৪৫তম বিসিএস পরীক্ষার বাংলা অংশের সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

৪৫তম বিসিএস পরীক্ষার বাংলা অংশের সমাধান

প্রশ্ন : ‘ধ্বনি’ সম্পর্কে নিচের কোন বাক্যটি সঠিক নয়?
উত্তর : ধ্বনি দৃশ্যমান

প্রশ্ন : স্বরান্ত অক্ষরকে কী বলে?
উত্তর : মুক্তাক্ষর

প্রশ্ন : শুদ্ধ বানানের গুচ্ছ কোনটি?
উত্তর : শিরশ্ছেদ, দরিদ্রতা, সমীচীন

প্রশ্ন : আরবি ‘কলম’ শব্দটি ‘কলমোস শব্দ থেকে এসেছে। ‘কলমোস’ কোন ভাষার শব্দ?
উত্তর : গ্রিক

প্রশ্ন : ‘ভাষা চিন্তার শুধু বাহনই নয়’ চিন্তার প্রসূতিও। মন্তব্যটি কোন ভাষা- চিন্তকের?
উত্তর : সুকুমার সেন

প্রশ্ন : সর্বপ্রথম বাংলা ভাষার ব্যাকরণ রচনা করেন কে?
উত্তর : মনোএল-দ্য-আসসুম্পসাঁও

প্রশ্ন : উচ্চারণের রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চমধ্য-সম্মুখ স্বরধ্বনি?
উত্তর : এ

প্রশ্ন : ‘তাম্বুলিক’ শব্দের সমার্থক নয় কোনটি?
উত্তর : তামসিক

আরো পড়ুন

প্রশ্ন : ‘তুমি তো ভারি সুন্দর ছবি আঁক!’ -বাক্যটিতে কোন প্রকারের অব্যয় পদ ব্যবহৃত হয়েছে?
উত্তর : অনন্বয়ী অব্যয়

প্রশ্ন : নিচের কোনটি যৌগিক শব্দ?
উত্তর : মিতালি

প্রশ্ন : ‘সুনামীর তান্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে।’ বাক্যটিতে কয়টি ভুল আছে?
উত্তর : ৩টি

প্রশ্ন : কৃদন্ত পদের পূর্ববর্তী পদকে কী বলে?
উত্তর : উপপদ

প্রশ্ন : ‘তোমার নাম কী?’ এখানে কী কোন প্রকারের পদ?
উত্তর : সর্বনাম পদ

প্রশ্ন : ‘সরল’ শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি?
উত্তর : গরল [গরল অর্থ সাপের বিষ]

প্রশ্ন : Rank শব্দের বাংলা পরিভাষা কী?
উত্তর : পদমর্যাদা

প্রশ্ন : চর্যাপদের তিব্বতি অনুবাদ প্রকাশ করেন কে?
উত্তর : প্রবোধচন্দ্র বাগচী

প্রশ্ন : ‘গীতগোবিন্দ’ কাব্যের রচয়িতা জয়দেব কার সভাকবি ছিলেন?
উত্তর : লক্ষ্মণ সেনের

প্রশ্ন : কবি যশোরাজ খান বৈষ্ণবপদ রচনা করেন কোন ভাষায়?
উত্তর : ব্রজবুলি

প্রশ্ন : নিচের কোন জন যুদ্ধকাব্যের রচয়িতা নন?
উত্তর : সৈয়দ নুরুদ্দিন

প্রশ্ন : কোনটি কবি জৈনুদ্দিনের কাব্যগ্রন্থ?
উত্তর : রসুল বিজয়

প্রশ্ন : “বিদ্যাসাগর ও বাঙালি সমাজ” গ্রন্থের রচয়িতা কে?
উত্তর : বিনয় ঘোষ

প্রশ্ন : প্রথম সাহিত্যিক গদ্যের স্রষ্টা কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

প্রশ্ন : প্যারীচাঁদ মিত্রের “আলালের ঘরের দুলাল” প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয় কত সালে?
উত্তর : ১৮৫৮ সালে

প্রশ্ন : শচীন, দামিনী ও শ্রীবিলাস রচীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসের চরিত্র?
উত্তর : চতুরঙ্গ

প্রশ্ন : “তুমি মা কল্পতরু, আমরা সব পোষা গরু”- এই কবিতাংশটির রচয়িতা কে?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্রশ্ন : মীর মশাররফ হোসেনের কোন গ্রন্থের উপজীব্য হিন্দু-মুসলমানের বিরোধ?
উত্তর : গো-জীবন

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুর কত বয়সে ছোটগল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন?
উত্তর : ১৬ বছর

প্রশ্ন : নিচের কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্পগ্রন্থ নয়?
উত্তর : ইছামতি

প্রশ্ন : ‘আমার পথ’ প্রবন্ধটি কাজী নজরুল ইসলামের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর : রুদ্র-মঙ্গল

প্রশ্ন : ‘জীবন ও বৃক্ষ’ প্রবন্ধে মোতাহের হোসেন চৌধুরী কাকে তপোবন – প্রেমিক বলেছেন?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরকে

প্রশ্ন : ‘আমি যখন জেলে যাই তখন ওর বয়স মাত্র কয়েক মাস। – এখানে ‘ওর’ বলতে শেখ মুজিবুর রহমান কাকে বুঝিয়েছেন?
উত্তর : শেখ কামালকে

প্রশ্ন : আখতারুজ্জামান ইলিয়াস জন্মগ্রহণ করেন কোথায়?
উত্তর : গাইবান্ধায়

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তিত ‘অমিত্রাক্ষর ছন্দ’ প্রকৃত পক্ষে বাংলা কোন ছন্দের নব-রূপায়ণ?
উত্তর : অক্ষরবৃত্ত ছন্দ

প্রশ্ন : “বুক তার বাংলাদেশের হৃদয়” কাব্যগ্রন্থের রচয়িতা কে?
উত্তর : শামসুর রাহমান

প্রশ্ন : “দুর্দিনের দিনিলিপি” স্মৃতিগ্রন্থটি কার লেখা?
উত্তর : আবুল ফজল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button