আন্তর্জাতিক বিষয়াবলী

কাজাখস্তানে সংবিধান সংশােধনে গণভােট

মধ্য এশিয়ার তেলসমৃদ্ধ ও পৃথিবীর সর্ববৃহৎ স্থলবেষ্টিত দেশ কাজাখস্তানে সংবিধান সংশােধনের জন্য গত ৪ জুন ২০২২ গণভােট অনুষ্ঠিত হয়েছে। গণভােটে ৭৭ শতাংশ ভােটার সংবিধান সংশােধনের পক্ষে রায় দেন।

ফলে দেশটিতে ১৯৯৫ সালে গৃহীত বর্তমান সংবিধানের এক-তৃতীয়াংশ সংশােধন হতে যাচ্ছে এবং বর্তমান প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তােকায়েভ সে প্রতিশ্রুতিও দিয়েছেন। সংবিধান সংশােধনের মধ্য দিয়ে দেশটির প্রতিষ্ঠাতা নুরসুলতান নাজারবায়েভের প্রভাববলয় থেকে বেরিয়ে আসার চেষ্টা করছেন প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তােকায়েভ।

দেশটির সাবেক প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ ২০১৯ সালে প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেও ‘জাতির নেতা হিসেবে সাংবিধানিক উপাধি গ্রহণ করেন। এতে আনুষ্ঠানিক কোনাে পদে না থেকেও নীতিনির্ধারণী বিষয়ে প্রভাব রাখতে পারেন তিনি। কিন্তু নতুন সংবিধানে ‘জাতির নেতা’ পদমর্যাদাটি আর থাকছে না।

প্রসঙ্গত, কাজাখস্তানে গত জানুয়ারিতে পেট্রলের মূল্যবৃদ্ধি নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ রক্তপাতে রূপ নেওয়ায় কমপক্ষে ২৩০ জন নিহত হন। এর পরিপ্রেক্ষিতে সংস্কার প্রস্তাব সামনে আনেন বর্তমান প্রেসিডেন্ট তােকায়েভ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button