টুকরো সংবাদ

নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ নিয়ে নিচে আলোচনা করা হলো। এছাড়াও সচেতনতা মাস ও গুরুত্বপূর্ণ সপ্তাহ নিয়ে নিচে আলোচনা করা হয়েছে।

নভেম্বর মাসের জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ

০১ নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন দিবস।
০১ নভেম্বর জাতীয় যুব দিবস। প্রতিপাদ্য—দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।
০২ নভেম্বর সাংবাদিকদের বিরুদ্ধে অপরাধের দায়মুক্তির অবসানের আন্তর্জাতিক দিবস।
০২ নভেম্বর জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণােত্তর চক্ষুদান দিবস। প্রতিপাদ্য- রক্তে রক্তে বন্ধন হােক, রক্তে লাগুক ঢেউ, আমার চোখে দেখবে ধরা, নতুন করে কেউ।
০৩ নভেম্বর জেলহত্যা দিবস।
০৪ নভেম্বর সংবিধান দিবস।
০৫ নভেম্বর বিশ্ব সুনামি সচেতনতা দিবস।
০৬ নভেম্বর জাতীয় সমবায় দিবস (নভেম্বর মাসের প্রথম শনিবার)। প্রতিপাদ্য— বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন।
০৬ নভেম্বর যুদ্ধ এবং সশস্ত্র সংঘাতে পরিবেশের ক্ষতি দূরীকরণের জন্য আন্তর্জাতিক দিবস।
০৭ নভেম্বর রুশ বিপ্লব দিবস।
০৮ নভেম্বর বিশ্ব নগর পরিকল্পনা দিবস। প্রতিপাদ্য– জলবায়ুর স্বাভাবিকতা আনয়নে ; শহরকে উপযােগী করে তােলা।
০৮ নভেম্বর বিশ্ব রেডিওগ্রাফি দিবস।
০৮ নভেম্বর গণপ্রকৌশল দিবস। প্রতিপাদ্য— সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক ও জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা।
১০ নভেম্বর শহীদ নূর হােসেন দিবস।
১০ নভেম্বর শান্তি ও উন্নয়নের জন্য বিশ্ব বিজ্ঞান দিবস।
১২ নভেম্বর বিশ্ব নিউমােনিয়া দিবস। প্রতিপাদ্য- সচেতনতাই পারে নিউমােনিয়া প্রতিরােধ করতে।
১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস। প্রতিপাদ্য—ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়।
১৬ নভেম্বর আন্তর্জাতিক সহনশীলতা দিবস।
১৭ নভেম্বর বিশ্ব অপরিণত নবজাতক দিবস।
১৭ নভেম্বর বিশ্ব খিচুনি দিবস।
১৭ নভেম্বর আন্তর্জাতিক শিক্ষার্থী দিবস। প্রতিপাদ্য– মানুষ, উদ্ভিদ, সমৃদ্ধি এবং শান্তির জন্য শিক্ষা।
১৭ নভেম্বর বিশ্ব সিওপিডি দিবস। প্রতিপাদ্য- সুস্থ ফুসফুস সর্বাধিক গুরুত্বের এখনই সময়।
১৮ নভেম্বর বিশ্ব দর্শন দিবস (নভেম্বর মাসের তৃতীয় বৃহস্পতিবার)।
১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস। প্রতিপাদ্য—শৌচাগারে মূল্যায়ন।
১৯ নভেম্বর আন্তর্জাতিক পুরুষ দিবস। প্রতিপাদ্য— নারী-পুরুষের আরও ভালাে সম্পর্ক।
২০ নভেম্বর বিশ্ব পাইলস ও কলােরেকটাল ক্যান্সার দিবস।
২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস। প্রতিপাদ্য—’A better future for every child’
২০ নভেম্বর আফ্রিকা শিল্পায়ন দিবস।
২১ নভেম্বর বিশ্ব টেলিভিশন দিবস।
২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস।
২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরােধ দিবস।
২৯ নভেম্বর ফিলিস্তিনি জনগণের সঙ্গে একাত্মতা দিবস।
৩০ নভেম্বর জাতীয় আয়কর দিবস।

এই বিভাগ থেকে আরো পড়ুন

সচেতনতা মাস।

জাতীয় স্যানিটেশন মাস।

স্লোগান : নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি।

সপ্তাহ :
  • ৩০ অক্টোবর-৫ নভেম্বর : জাতীয় কৃষি নিয়ন্ত্রণ সপ্তাহ।
  • ৪-৬ নভেম্বর : ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ। প্রতিপাদ্য— মুজিববর্ষে শপথ। করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি।
  • ৯-১৫ নভেম্বর : বিজ্ঞান ও শান্তির আন্তর্জাতিক সপ্তাহ।
  • ১৮-২৪ নভেম্বর : বিশ্ব এন্টিবায়ােটিক জনসচেতনতা সপ্তাহ।

সন্মেলন-বৈঠক

বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়ােগ সম্মেলন
  • সময়কাল : ২৬ অক্টোবর-১ নভেম্বর ২০২১ I
  • স্থান : বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, শেরেবাংলা নগর, ঢাকা।
Eurasian Women’s Forum
  • আয়ােজন : তৃতীয় স্থান
  • সেন্ট পিটার্সবার্গ, রাশিয়া |
  • সময়কাল : ১৩-১৫ , অক্টোবর ২০২১
প্যারিস পিস ফোরাম
  • সময়কাল : ১১-১৩ নভেম্বর ২০২১
  • স্থান : প্যারিস, ফ্রান্স।
ইন্টারপােল জেনারেল অ্যাসেম্বলি
  • আয়ােজন : ৮৯তম।
  • সময়কাল : ২৩-২৫ নভেম্বর ২০২১
  • স্থান : ইস্তানবুল, তুরস্ক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button