অন্যান্য

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৪ অক্টোবর ২০২৩

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৪ অক্টোবর ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ০৪ অক্টোবর ২০২৩

প্রশ্ন : ‘ছৌপদী’ প্রথা কী ?
উত্তর : নেপালের শতবর্ষের কুসংস্কার ।

প্রশ্ন : ২০২৩ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরষ্কার জয়ের মূল প্রতিপাদ্য কি ছিল ?
উত্তর : ইলেক্ট্রন গতিবিদ্যায় অবদানের জন্য ।

প্রশ্ন : ২০২৩ সালে রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে?
উত্তর : মুনজি বাউন্ডি (যুক্তরাষ্ট্র), লু ব্রুস (যুক্তরাষ্ট্র) ও অ্যালেক্সাই ইকিমভ (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : ২০২৩ সালের ১৩তম ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি?
উত্তর : ভারত (উদ্বোধনী ম্যাচ ৫ অক্টোবর) ।

প্রশ্ন : ২০২৪ সালে গুগল তাদের কোন পরিষেবাটি বন্ধ ঘোষণা করবে ?
উত্তর : গুগল পডকাস্ট ।

প্রশ্ন : আইএমএফ এর বর্তমান নির্বাহী পরিচালক কে?
উত্তর : কৃষ্ণমূর্তি ভি সুব্রামানিয়ান ।

প্রশ্ন : এক সেকেন্ডের এক বিলিয়ন ভাগের এক ভাগের ভাগের এক ভাগের আরও এক বিলিয়ন ভাগ করলে যে ক্ষুদ্রাতিক্ষুদ্র সময় পাওয়া যায়, তাকে কী বলে?
উত্তর : অ্যাটোসেকেন্ড ।

প্রশ্ন : একাধিক প্রযুক্তি উদ্যোগের নিয়ন্ত্রক কোম্পানি ‘অ্যালফাবেট’ এর প্রতিষ্ঠাতা-
উত্তর : গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেইজ এবং সের্গেই ব্রিন (২০১৫ সালের ২ অক্টোবর প্রতিষ্ঠিত হয়)।

প্রশ্ন : কসোভার জনপ্রতিনিধি সমাজ কবে একতরফাভাবে কসোভোর স্বাধীনতা ঘোষণা করে?
উত্তর : ১৭ ফেব্রুয়ারি, ২০০৮।

প্রশ্ন : কোন ক্ষেত্রে অবদানের জন্য ২০২৩ সালে রসায়নবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়?
উত্তর : কোয়ান্টাম কণা আবিষ্কার ও সংশ্লেষণর জন্য।

প্রশ্ন : চীনকে টক্কর দিতে কোন দেশ তাদের নৌশক্তি বাড়ানোর সিদ্ধা নিয়েছে ?
উত্তর : ভারত ।

প্রশ্ন : চোখের কোণের কোন গ্রন্থি থেকে ক্রমাগত পানি বের হয়ে চোখের মণি চোখকে সিক্ত রাখে?
উত্তর : ল্যাক্রিমাল গ্রন্থি ।

প্রশ্ন : ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কবে রেল চলাচল শুরু করবে?
উত্তর : ১০ অক্টোবর

প্রশ্ন : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নবনিযুক্ত কমিশনারের নাম কী?
উত্তর : হাবিবুর রহমান ।

প্রশ্ন : দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক পরিষদের চেয়ারম্যান হয়েছেন কোন বাংলাদেশী?
উত্তর : শ্যাম সুন্দর শিকদার। (বর্তমান বিটিআরসি চেয়ারম্যান)।

প্রশ্ন : নিউজক্লিক’ কোন দেশভিত্তিক সংবাদমাধ্যম?
উত্তর : ভারত।

প্রশ্ন : প্রতিবছর কত তারিখে জার্মানিতে ‘পুনঃএকত্রীকরণ দিবস’ পালন করা হয়?
উত্তর : ৩ অক্টোবর।

প্রশ্ন : বিশ্বব্যাংকের তথ্যমতে, বাংলাদেশে ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে প্রতিবছর গড়ে কত শতাংশীয় পয়েন্ট হারে দারিদ্র্য কমেছে?
উত্তর : ১

প্রশ্ন : বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী চলতি অর্থবছর শেষে বাংলাদেে জিডিপি প্রবৃদ্ধির পরিমাণ কত হতে পারে?
উত্তর : ৫.৬ শতাংশ।

প্রশ্ন : ভারতের নৌবাহিনী কর্তৃক পরিকল্পিত স্থানীয়ভাবে তৈরি করতে চাওয়া বিমানবাহী রণতরীর নাম কী?
উত্তর : ইনডিজেনাস এয়ারক্রাফ্ট ক্যারিয়ার (আইএসি)।

প্রশ্ন : ম্যারিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) ওয়ার্ল্ড ক্রিকেট কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন কে ?
উত্তর : কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা) ।

প্রশ্ন : রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ কতদিনের জন্য সর্বপ্রথম পিতৃকালীন লদেশকতদিনেরজন্যস ছুটির অনুমোদন করেন?
উত্তর : ১৫ দিন।

প্রশ্ন : রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম হস্তান্তর হবে কত তারিখে ?
উত্তর : ৫ অক্টোবর ২০২৩।

প্রশ্ন : সম্প্রতি আইএমএফ হতে প্রাপ্ত ৪৭০ কোটি ডলার ঋণ এর বিপরীতে বাংলাদেশকে কয়টি শর্ত প্রদান করেছিল?
উত্তর : ৩৮ টি।

প্রশ্ন : সম্প্রতি আফগানিস্তান কোন দেশের সাথে তাদের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছে?
উত্তর : ভারত।

প্রশ্ন : সম্প্রতি জেমস ওয়েব টেলিস্কোপ আকাশে যে ভাসমান গ্রহের সন্ধান পেয়েছে তার নাম কি দেয়া হয়েছে ?
উত্তর : জুপিটার ম্যাস বাইনারি অবজেক্টস (সংক্ষেপে জাম্বু ) ।

প্রশ্ন : সম্প্রতি দেশের কোথায় ১০০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে ?
উত্তর : ফেনীর সোনাগাজী উপজেলা ।

প্রশ্ন : সম্প্রতি মার্কিন সরকারের শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষে পাস হওয়া স্পিকার ম্যাকার্থি কর্তৃক প্রস্তাবিত বিলটির নাম কী?
উত্তর : স্টপগ্যাপ তহবিল বিল ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button