শিক্ষা

বঙ্গবন্ধুকে নিয়ে যত চলচ্চিত্র

মুজিব : একটি জাতির রূপকার

বাংলাদেশ-ভারতের যৌথ প্রযােজনায় শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য জীবনীচিত্র ‘মুজিব’। ছবিটি পরিচালনা করেন ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যামবেনেগাল। বহুল প্রতীক্ষিত এই জীবনীচিত্রের নাম ছিল ‘বঙ্গবন্ধু’। পরে কয়েকটি নাম প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠালে তিনি ‘মুজিব’ নামটি পছন্দ করেন। বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ২০২২ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় চলচ্চিত্রটির প্রথম পােস্টার। বাংলা ও ইংরেজিতে প্রকাশ করা পােস্টারে বাংলায় লেখা ‘মুজিব’, যার ট্যাগলাইন একটি জাতির রূপকার’। ইংরেজিতে MUJIB: THE MAKING OF A NATION। চলচ্চিত্রটিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ।

বঙ্গবন্ধুকে নিয়ে যত চলচ্চিত্র

চলচ্চিত্রপরিচালক বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয়
মুজিব: একটি জাতির রূপকার* শ্যাম বেনেগালআরিফিন শুভ
চিরঞ্জীব মুজিবনজরুল ইসলামআহমেদ রুবেল
মুজিব আমার পিতাসােহেল রানা
৫৭০আশরাফ শিশির
টুঙ্গিপাড়ার মিয়া ভাইসেলিম খানশান্ত খান
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিএখলাস আবেদিনফেরদৌস
টুঙ্গিপাড়ার দুঃসাহসী খােকামুশফিকুর রহমান গুলজারসৌম্য জ্যোতি

* কিশাের বয়সের চরিত্রে অভিনয় করে দিব্য জ্যোতি।

  • ‘অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।
  • দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র ‘মুজিব আমার পিতা।
  • বঙ্গবন্ধুকে হত্যার পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘৫৭০’।
  • বঙ্গবন্ধুর শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত বিভিন্ন ঘটনার আলােকে নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’।
  • বঙ্গবন্ধুর আলােচিত ইংরেজি তথ্যচিত্র ‘দ্য অল টাইম হিরাে’-এর বাংলায় নির্মিত শিরােনাম ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। এটি পরিচালনা করেন নােমান রবিন।
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে ‘ নির্মিত চলচ্চিত্র ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খােকা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button