শিক্ষা
ডুয়িং বিজনেস রিপাের্ট বন্ধ ঘােষণা

বহুল আলােচিত ডুয়িং বিজনেস রিপাের্ট বা ব্যবসা করার সূচকবিষয়ক প্রতিবেদন আর দিবে না বিশ্বব্যাংক গ্রুপ। বেশ কিছু অনিয়মের প্রেক্ষিতে ওয়াশিংটনের সদর দপ্তর থেকে ১৬ সেপ্টেম্বর ২০২১ এ সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক।
২০১৮ ও ২০২০ সালে যে ব্যবসা সহজীকরণ সূচক প্রকাশ করা হয়, সেখানে তথ্য-উপাত্ত পরিবর্তনের ক্ষেত্রে কিছু অসংগতি হয়েছে। ওই প্রতিবেদন দুটি প্রকাশ করা হয় অক্টোবর ২০১৭ ও ২০১৯-এ।
বিশ্বব্যাংক সব তথ্য-উপাত্ত পর্যালােচনা ও নিরীক্ষার ফলাফল এবং ব্যাংকের নির্বাহী পরিচালক পর্ষদের যে রিপাের্ট প্রকাশ করা হয়েছে, তার সঙ্গে ডুয়িং বিজনেসের জন্য পাওয়া সব তথ্য পর্যালােচনা করার পর তথ্য-উপাত্তে অসংগতি থাকায় এ সূচক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংক।