![বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী](https://preparation.com.bd/wp-content/uploads/2024/06/04-780x470.jpg)
১০ আগস্ট ২০২৩ নতুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। বিএনএম দলটির প্রতীক ‘নোঙ্গর’, নিবন্ধন নং ৪৮ আর বিএসপি দলটির প্রতীক ‘একতারা’, নিবন্ধন নং ৪৯। এ পর্যন্ত ৪৯টি দল নিবন্ধন পায়, যার মধ্যে ৫টি দলের নিবন্ধন বাতিল করা হয় । ফলে বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি।