প্রশ্ন ও উত্তর

নােবেল বিজয়ী মুসলিম কতজন?

নােবেল বিজয়ী মুসলিম কতজন?
ভুল ১২ জন সঠিক ১৩ জন

নােবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ও দামি পুরস্কার। নােবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিস বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নােবেল ।

বিশ্বমানব কল্যাণে সফল ও অসাধারণ উদ্ভাবন-আবিষ্কারের মতাে মৌলিক অবদানের জন্য ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য এবং শান্তি-এই পাঁচটি বিষয়ে নােবেল পুরস্কার দেওয়া হয় এবং ১৯৬৯ সালে অর্থনীতি বিষয়টি অন্তর্ভুক্ত হয়।

প্রথম মুসলিম নােবেলজয়ীর দেখা পাওয়া যায় ১৯৭৮ সালে। মিসর আর ইসরায়েলের মধ্যে শান্তি স্থাপনে ১৭ সেপ্টেম্বর ১৯৭৮ ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

এই বিভাগ থেকে আরো পড়ুন

সেই চুক্তির জন্য মিসরের প্রেসিডেন্ট আনােয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাখেম বেগিন নােবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন। ফলে প্রথম মুসলিম নােবেলজয়ী হন আনােয়ার সাদাত।

সেই থেকে এখন পর্যন্ত ১৩ জন মুসলিম নােবেল পুরস্কার লাভ করেন। ২০২১ সালে ১৩তম মুসলিম ব্যক্তি হিসেবে নােবেল লাভ করেন তানজানিয়ার ঔপন্যাসিক আবদুলরাজাক গুনাহ।

নােবেলজয়ী মুসলিম ব্যক্তিত্ব
নং নাম দেশ ক্ষেত্র সাল
০১ আনােয়ার সাদাত মিসর শান্তি ১৯৭৮
০২ আবদুস সালাম পাকিস্তান পদার্থ ১৯৭৯
০৩ নাগিব মাহফুজ মিসর সাহিত্য ১৯৮৮
০৪ ইয়াসির আরাফাত ফিলিস্তিন শান্তি ১৯৯৪
০৫ আহমেদ জেবাইল মিসর রসায়ন ১৯৯৯
০৬ শিরিন এবাদি ইরান শান্তি ২০০৩
০৭ মােহাম্মদ আল বারাদি মিসর শান্তি ২০০৫
০৮ ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ শান্তি ২০০৬
০৯ ওরহান পামুক তুরস্ক সাহিত্য ২০০৬
১০ তাওয়াক্কুল কারমান ইয়েমেন শান্তি ২০১১
১১ মালালা ইউসুফজাঈ পাকিস্তান শান্তি ২০১৪
১২ আজিজ স্যানকার তুরস্ক রসায়ন ২০১৫
১৩ আবদুলরাজাক গুনাহ তানজানিয়া সাহিত্য ২০২১

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button