শিক্ষা

ভুটানের সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য

ভুটানের ১৬টি পণ্যে নতুন করে স্কমুক্ত প্রবেশে সুবিধা দিয়েছে বাংলাদেশ। অর্থ মন্ত্রণালয়ের। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (IRD) এ বিষয়ে ৪ আগস্ট ২০২২ আদেশ জারি করে, যা ৮ আগস্ট ২০২২ প্রকাশ করা হয়।

৬ ডিসেম্বর ২০২০ স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (PTA) আওতায় ভুটানকে এ সুবিধা দেয়। বাংলাদেশ। যে ১৬টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়া হয় সেগুলাে হলাে—দুধ, প্রাকৃতিক মধু, গম বা মেসলিনের আটা, জ্যাম, ফলের জেলি, মার্মালেড, সিমেন্ট ক্লিংকার, পাের্টল্যান্ড সিমেন্ট, সাবান, পার্টিকেল বাের্ড, ফেরাে সিলিকন, লৌহ অথবা নন-আলয় স্টিলের বার, রড, মিনারেল ওয়াটার, গমের ভুসি ও কাঠের আসবাবপত্র।

আদেশ অনুযায়ী, ভুটান থেকে ১৬টি পণ্য আমদানিতে কোনাে কাস্টমস ডিউটি বা ট্যাক্স আরােপ করা হবে না। উল্লেখ্য, PTA’র শর্ত অনুযায়ী, বাংলাদেশের ১০০টি পণ্য ভুটানে এবং ভুটানের ৩৪টি পণ্য বাংলাদেশে স্কমুক্ত সুবিধা পাবে।

অবশ্য ২০১০ সাল থেকে বাংলাদেশ ভুটানকে ১৮টি পণ্যে শুল্কমুক্ত বাজার সুবিধা দিচ্ছে। আর বাংলাদেশের ৯০টি পণ্য ভুটানে। শুল্কমুক্ত বাজার সুবিধা পাচ্ছে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button