পৃথিবীতে পাহাড়-পর্বতের সৃষ্টি কীভাবে হল?

পৃথিবীতে পাহাড়-পর্বতের সৃষ্টি কীভাবে হল?

 

সৃষ্টির শুরুতে অতি উত্তপ্ত গ্যাসের পিণ্ড ছিল এই পৃথিবী। কালের বিবর্তনে পৃথিবীতে পানি ও স্থলের উদ্ভব হল। কিন্তু পৃথিবীর উপরটা শীতল হলেও পৃথিবীর ভেতরটা পুরোপুরি ভাবে ঠান্ডা হতে পারল না। 

গরম বাষ্প ওপর দিকে উঠতে চাইল । আর স্বভাবতই পৃথিভীর অভ্যন্তরে অতি উত্তপ্ত গ্যাস বাইরে বেরিয়ে আসার সময় প্রচন্ড ধাক্কা দিল পৃথিবীর স্থলভাগে। আর যার ফলে স্থানে স্থানে উঁচু হয়ে গেল। 

আরও পড়ুন :  সাধারণ জ্ঞান শিখুন কৌশলে : আন্তর্জাতিক বিষয়াবলী

এই উঁচু স্থানগুলো পরিণত হল পর্বতে। আবার কখনও পৃথিবীর ত্বকের ভাঙাগড়ার ফলেও পর্বতের সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা । কোথাও এইসব রুক্ষ পাহাড় পর্বত দিয়ে পূর্ণ ছিল পৃথিবীর উপরিভাগ ।

কোথাও পৃথিবীর পৃষ্ঠদেশ ক্ষয়ে ক্ষয়েও ছোটখাট পর্বতের সৃষ্টি হয়েছে। তবে সাধারণ তথ্য হলো, পৃথিবীর অভ্যন্তরের বহির্মুখী গ্যাসের অকল্পনীয় প্রচন্ড ধাক্কায় স্থলভাগ বিদীর্ণ হয়েই বেশিরভাগ পাহাড়-পর্বতের সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন :  ‘নভেল’ করােনাভাইরাস কী? মহামারি করােনাভাইরাসের সংক্রমণ প্রথম কোথায়, কোনদেশে সূচনা হয়েছিল?

Leave a Reply