পৃথিবীর স্থলভাগ ও জলভাগ সৃষ্টি হল কীভাবে?

পৃথিবীর স্থলভাগ ও জলভাগ সৃষ্টি হল কীভাবে?

পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করলো- তখন বিভিন্ন ধরনের গ্যাসীয় উপাদানগুলো ক্রমশ ঠান্ডা হয়ে পানির আকার ধারণ করতে লাগল। ফলে পৃথিবী শুকনো ফলের মতো কুঁকড়ে গেল। 

এইসময় উঁচু জায়গাগুলো তৈরি হল স্থলভাগ এবং নিচু জায়গাগুলোতে ঠান্ডা হওয়া জলীয়বাস্প থেকে সৃষ্ট পানি এসে ভরে সেই জায়গাগুলো রূপান্তরিত হল জলভাগে। ক্রমশ বৃষ্টির পানি জমে জলভাগ আরও বিস্তৃত হল । 

আরও পড়ুন :  মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের MCQ পরীক্ষার প্রশ্নের সম্পূর্ণ সমাধান

সৃষ্টি হলো নদী আর সমুদ্রের। গ্যাসীয় পদার্থগুলো ভারী হবার দরুন বিভিন্ন আকার ও আয়তন অনুযায়ী ভূপৃষ্ঠ থেকে নেমে গেল পৃথিবীর গভীরে। কোথাও কোথাও ফাটল দিয়ে পানি প্রবেশ করলো পৃথিবীর অভ্যন্তরভাগে । যেগুলো পরবর্তীতে ঝরণা আকারে বের হয়ে এসেছে পৃথিবীর গভীর থেকে ।

Leave a Reply