প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর

সেপ্টেম্বর ২০২২ রাষ্ট্রীয় সফরে ভারত যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদির আমন্ত্রণে এ সফর নানা কারণে তাৎপর্যপূর্ণ। ইতােপূর্বে তিনি ৩-৬ অক্টোবর ২০১৯ ভারত সফর করেন।

প্রধানমন্ত্রীর ভারত সফরকালে দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ বিবৃতিতে Comprehensive Economic Partnership Agreement (CEPA) স্বাক্ষরের বিষয়টি অন্তর্ভুক্ত করা হবে।

ইতােপূর্বে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ও ভারতের মধ্যে CEPA স্বাক্ষরের জন্য আলােচনা শুরুর অনুমােদন চেয়ে প্রধানমন্ত্রীর কাছে সার-সংক্ষেপ পাঠায়। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দেন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতাে কোনাে দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষরের জন্য আনুষ্ঠানিকভাবে আলােচনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ।

আরও পড়ুন :  Hundi

প্রস্তাবিত CEPA মুক্ত বাণিজ্যের FIA থেকে কিছুটা আলাদা কারণ এতে পণ্য বাণিজ্যের পাশাপাশি, সেবা বিনিময়, মেধাস্বত্ব, ই-কমাসসহ আরও অন্যান্য দিক অন্তর্ভুক্ত।

বাংলাদেশ-ভারত CEPA স্বাক্ষরিত হলে ভারতে বাংলাদেশের রপ্তানি ১৯০% এবং বাংলাদেশে ভারতের রপ্তানি ১৮৮% বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশ ও ভারতের GDP’তে যথাক্রমে ১.৭২% এবং ০.০৩% প্রবৃদ্ধি অর্জিত হবে।

আরও পড়ুন :  সমন্বিত ব্যাংক নিয়োগ প্রস্তুতি

Leave a Reply