প্রশাসনিক কাঠামো এবং অবকাঠামো সম্পর্কিত তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান

প্রশাসনিক কাঠামো এবং অবকাঠামো সম্পর্কিত তথ্য, উপাত্ত ও পরিসংখ্যান

প্রশাসনিক কাঠামো এবং অবকাঠামো সম্পর্কিত তথ্য , উপাত্ত ও পরিসংখ্যান নিয়ে আজকের লেখাটি সাজানো হয়েছে। চলুন দেখে নেওয়া যাক।

বর্তমানে বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে?
উত্তর- ১২টি।

ঢাকার দুই সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কত?
উত্তর– ১২৯ টি ( ঢাকা উত্তর –৫৪ টি এবং ঢাকা দক্ষিণ –৭৫ টি )।

বাংলাদেশের সর্বশেষ এবং ৮ ম বিভাগের নাম কি?
উত্তর – ময়মনসিংহ।

ময়মনসিংহ বিভাগ গঠিত হয় কবে?
উত্তর–১৪ / ০৯ / ২০১৫ ইং তারিখে।

বর্তমানে দেশে মোট উপজেলা কয়টি?
উত্তর– ৪৯২ টি।

আরও পড়ুন :  ক্রিকেট বিশ্বকাপ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তর

সর্বশেষ ঘোষিত উপজেলার নাম কি?
উত্তর– হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা।

কর্ণফূলী উপজেলা ( ৪৯০ তম ) সৃষ্টি করা হয় কিভাবে?
উত্তর– চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলা ভেঙ্গে।

‘তিতাস ’ উপজেলা কোন জেলায় অবস্থিত?
উত্তর – ব্রাহ্মণবাড়িয়া।

বর্তমানে বাংলাদেশে আবহাওয়া স্টেশন সংখ্যা কত?
উত্তর– ৪৩ টি।

বাংলাদেশে কয়টি ভূ – কম্পন পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে?
উত্তর– ০৪ টি।

বাংলাদেশে কতটি কমিউনিটি রেডিও স্টেশন রয়েছে?
উত্তর-৮ টি।

বাংলাদেশের রেলওয়ে কর্তৃক প্রদত্ত তথ্য অনুযায়ী বর্তমানে রেলওয়ের দৈর্ঘ্য কত?
উত্তর– ২,৯৫৬ কিলোমিটার ।

বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা কত?
উত্তর – ৩৪ টি।

আরও পড়ুন :  যেসব কারণে একজন চাকুরী প্রার্থীর ওপর VIVA বোর্ড বিরক্ত হতে পারে জেনে রাখুন।

দেশের ৩৪ তম নদীবন্দরটি কোনটি?
উত্তর– মীরসরাই রাসমনি নদী বন্দর (অবস্থান:চট্টগ্রাম জেলা)।

বাংলাদেশে বর্তমানে সার কারখানার সংখ্যা কত?
উত্তর– ১০।

বাংলাদেশে প্রথম সার কারখানা প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর– ১৯৬১ সালে।

দেশে বর্তমানে মোট কতটি সরকারি চিনিকল রয়েছে?
উত্তর– ১৫ টি।

বাংলাদেশে প্রথম চিনিকল স্থাপিত হয় কোন জেলায়?
উত্তর– নাটোর।

দেশে মাধ্যমিক পর্যায়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কত?
উত্তর– ৬৮৫ টি।

বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ – গোষ্ঠীর সংখ্যা কত?
উত্তর– ৫০ টি।

আরও পড়ুন :  একুশের স্মৃতি বর্ধমান হাউস এখন জাদুঘর

বাংলাদেশে উপজাতীয় ভাষার সংখ্যা কত?
উত্তর – ৩২ টি।

বিদেশে বাংলাদেশের কতটি দূতাবাস রয়েছে?
উত্তর– ৫৭ টি দেশে।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কত?
উত্তর– ৪১ টি।

সর্বশেষ নিবন্ধন প্রাপ্ত দলের নাম কি?
উত্তর- Bangladesh Congress।

বাংলাদেশের মোট সমুদ্র সীমা কত?
উত্তর– ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার।

দক্ষিণ বঙ্গোপসাগরে Swatch of No Ground – 4 Marine Protected Area এর আয়তন কত?
উত্তর– ১,৭৩৮ বর্গ কিলোমিটার।

বাংলাদেশের গঙ্গা – পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন কত ?
উত্তর– ৩৪,১৮৮ বর্গকিলোমিটার।

Leave a Reply