প্রশ্ন ও উত্তর

বর্তমানে দেশে চা আবাদের ভ্যালি কতটি?

বর্তমানে দেশে চা আবাদের ভ্যালি কতটি?
ভুল ২টি
সঠিক ৭টি

১৮০০ শতাব্দীর প্রথম ভাগে ভারতবর্ষের আসাম ও তৎসংলগ্ন এলাকায় চা চাষ রু হয়। তারই ধারাবাহিকতায় ১৮৪০ সালে চট্টগ্রাম শহরের বর্তমান চট্টগ্রাম ক্লাব সংলগ্ন এলাকায় একটি চা বাগান প্রতিষ্ঠিত হয়, যা কুলদের বাগান নামে পরিচিত। এই বাগানটিও প্রতিষ্ঠার পরপরই বিলুপ্ত হয়ে যায়।

১৮৫৪ সালে মতান্তরে ১৮৪৭ সালে সিলেট শহরের এয়ারপাের্ট রােডের কাছে। বাংলাদেশের প্রথম বাণিজ্যিক চা বাগান মালনীছড়া চা বাগান প্রতিষ্ঠিত হয়। দেশ স্বাধীনের পূর্ব পর্যন্ত বাংলাদেশে দুইটি জেলায় চা আবাদ করা হতাে, একটি সিলেট জেলায় যা ‘সুরমা ভ্যালি’, অপরটি চট্টগ্রাম জেলায় যা ‘হালদা ভ্যালি’ নামে পরিচিত ছিল।

এই বিভাগ থেকে আরো পড়ুন

বর্তমানে বৃহত্তর সিলেটের সুরমা ভ্যালিকে ছয়টি ভ্যালিতে ভাগ করা হয়েছে। এগুলাে ইলাে- লস্করপুর ভ্যালি, বালিশিরা ভ্যালি, মনু-দলই ভ্যালি, লংলা ভ্যালি, জুড়ী ভ্যালি ও নর্থ সিলেট ভ্যালি। আর হালদা : ভ্যালির নামকরণ করা হয় চট্টগ্রাম ভ্যালি।

দেশের ভ্যালি
লস্করপুর ভ্যালি হবিগঞ্জ
বালিশিরা ভ্যালি মৌলভীবাজার
মনু-দলই ভ্যালি মৌলভীবাজার
লংলা ভ্যালি মৌলভীবাজার
জুড়ী ভ্যালি সিলেট
নর্থ সিলেট ভ্যালি সিলেট
চট্টগ্রাম ভ্যালি চট্টগ্রাম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button