শিক্ষা

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

বিসিএস প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

ক. প্রাচীন ও মধ্যযুগ

প্রশ্ন: চর্যাপদের পদগুলো টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন কে?
উত্তর: মুনিদত্ত।

প্রশ্ন: যে দুটি ভাষার মিশ্রণে ব্রজবুলি ভাষার সৃষ্টি?
উত্তর: বাংলা ও মৈথিলি।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম ঠগচরিত্র কে?
উত্তর: ভাড়ু দত্ত।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কোন সময়কালকে বোঝায়?
উত্তর: ৬৫০-১২০০ খ্রি.।

প্রশ্ন: শ্রীচৈতন্যদেবের জীবনী গ্রন্থকে কী বলা হয়?
উত্তর: কড়চা।

প্রশ্ন: বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত শাসক কে?
উত্তর: আলাউদ্দিন হোসেন শাহ।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।

প্রশ্ন: জয়নালের ‘চৌতিশা’ রচনা করেন কে?
উত্তর: শেখ ফয়জুল্লাহ।

প্রশ্ন: পুঁথি সাহিত্যের উদ্ভব কবে হয়?
উত্তর: অষ্টাদশ শতাব্দীতে।

প্রশ্ন: বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত?
উত্তর: ব্রজবুলি।

প্রশ্ন: কবিওয়ালা ও শায়েরের উদ্ভব কখন ঘটে?
উত্তর: আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের প্রথমার্ধে।


খ. আধুনিক যুগ (১৮০০-বর্তমান)

প্রশ্ন: ‘নিরন্তর ঘন্টাধ্বনি’ উপন্যাসের পটভূমি কী?
উত্তর: ভাষা আন্দোলন।

প্রশ্ন: ‘ছিন্নপত্র’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ধরনের সাহিত্য?
উত্তর: পত্র সাহিত্য।

প্রশ্ন: ‘আমার কৈফিয়ত’ কবিতার রচয়িতা কে?
উত্তর: কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন: ‘হুলিয়া’ কবিতাটি রচনা করেছেন কে?
উত্তর: নির্মলেন্দু গুণ।

প্রশ্ন: ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ১৯২৬ সালে।

প্রশ্ন: কেরি সাহেবের মুন্সি কাকে বলা হয়?
উত্তর: রামরাম বসু।

প্রশ্ন: ‘নেমেসিস’ নাটকে নূরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন?
উত্তর: পঞ্চাশের মন্বন্তর।

প্রশ্ন: বাংলা কবিতায় নবজাগরণের সূত্রপাত কখন হয়?
উত্তর: উনিশ শতকে।

প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ কোনটি?
উত্তর: কৃপার শাস্ত্রের অর্থভেদ।

প্রশ্ন: মোহামেডান লিটারেরি সোসাইটির প্রতিষ্ঠাতা কে?
উত্তর: নবাব আবদুল লতিফ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button