বিসিএস প্রস্তুতিসাধারন বিজ্ঞান

বিসিএস প্রস্তুতির জন্য সাধারন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ১ম পর্ব

বিসিএস প্রস্তুতির জন্য সাধারন বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ১ম পর্ব

ভ্যাকিউয়ামে শব্দের বেগ- শূন্য।

শব্দের চেয়ে দ্রুতগতির বিমান- সুপারসনিক বিমান।

মানুষের শ্রাব্যতার সীমা- 20Hz-20,000 Hz.

রেফ্রিজারেটরে কমপ্রেসারের প্রধান কাজ- ফ্রেয়নকে বাস্পে পরিণত করা।

শরীরের ত্বকে ভিটামিন-ডি তৈরিতে সাহায্য করে যে রশ্মি- সূর্যের অতিবেগুনি রশ্মি।

বায়ুমণ্ডলের যে স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়- আয়নােস্ফিয়ার।

সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভিতর যে গ্যাস থাকে- নাইট্রোজেন গ্যাস।

মােবাইল টেলিফোন লাইনের মধ্য দিয়ে প্রবাহিত হয়- তড়িৎ শক্তি।

নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয়- ফিশন ।

যে উদ্ভিদের কাণ্ড রূপান্তরিত হয়ে পাতার কাজ করে- ফণীমনসা।

জীব ও জড়ের মধ্যে সংযােগ রক্ষাকারী হিসেবে কাজ করে- ভাইরাস।

পােলিও ভাইরাস দেহে প্রবেশ করে- দূষিত খাদ্য ও পানি দ্বারা।

জীবদেহের গঠন ও কাজের একক- কোষ।

দেহের রাসায়নিক কারখানা হিসেবে পরিচিত- সাইটোপ্লাজম।

সালােকসংশ্লেষণের জন্য উদ্ভিদ বায়ু থেকে গ্রহণ করে- কার্বন ডাই-অক্সাইড।

যে জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাধায়- রেনিন।

মানুষের হৃদপিন্ডের প্রকোষ্ঠ রয়েছে- চারটি।

মস্তিষ্ক (Brain) আবৃতকারী পর্দার নাম- মেনিনজেস।

কমলা লেবুতে প্রধানত যে এসিড বিদ্যমান- অ্যাসকরবিক এসিড।

মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ- এনামেল।

হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলাের মাঝামাঝি নিয়ন্ত্রক কপাটিকাগুলােকে বলে- ভাল্ব।

দেহে ইউরিয়া ঘটিত নাইট্রোজেন তৈরি হয়- বৃক্বে (Kidney)।

অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হলো- গ্লাইকোজেন।

মস্তিষ্কের ক্ষমতা হ্রাস পেতে থাকে স্নায়ুকোষের- এক-চতুর্থাংশ ধ্বংস হয়ে গেলে।

যে ভিটামিনের অভাবে রাতকানা রােগ হয়- ভিটামিন-এ।

দেহের শর্করা পরিপাক নিয়ন্ত্রণ করে- ইনসুলিন।

পেপটিক আলসার রােগ নির্ণয়ে ব্যবহৃত হয়- এন্ডোস্কোপি।

যক্ষা রােগের ব্যাকটেরিয়া মানুষের দেহে প্রবেশ করে- শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে।

পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী- নীল তিমি ।

যার ভর আছে, জায়গা দখল করে এবং জড়তা আছে তাই- পদার্থ।

বাসাবাড়িতে সাপের উপদ্রব কমানাের জন্য যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় তা হলো- কার্বলিক এসিড।

সূর্যের আলাে থেকে তৈরি বিদ্যুৎকে বলে- সােলার ফটোভােল্ট।

লসিকা বলতে বােঝায়- ঈষৎ ক্ষারীয়, স্বচ্ছ ও হলুদ বর্ণের তরল পদার্থ।

হৃদপেশির অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো- এতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে।

পিণ্ডের স্বাভাবিক সংকোচন ও প্রসারণ অব্যাহত রাখে- ক্যালসিয়াম।

আঘাত লেগে ফুলে যাওয়ার প্রাথমিক চিকিৎসা হলাে- উক্ত স্থানে ঠান্ডা পানি ও বরফ দেয়া।

নবজাতক শিশুর প্রথম টিকার কাজ করে- শাল দুধ।

স্টিফেন হকিং একজন- তাত্ত্বিক পদার্থবিদ ও মহাবিশ্বতত্ত্ববিদ।

পরিবাহকের তার যত মােটা হবে তার রােধ তত- কমবে।

দুধকে জীবাণুমুক্ত করতে যে পদ্ধতি ব্যবহৃত হয়- পাস্তুরাইজেশন।

আকৃতি, অবস্থান ও কাজের প্রকৃতিভেদে আবরণী টিস্যু- ৪ প্রকার।

মানুষের লালারসে যে এনজাইম থাকে- টায়ালিন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button