শিক্ষা
সমকাল পত্রিকা প্রকাশিত হয় কবে?

সমকাল পত্রিকা প্রকাশিত হয় কবে? | |
ভুল | ২০০৫ সালে |
সঠিক | ১৯৫৭ সালে |
সমকাল ঢাকা থেকে প্রকাশিত একটি প্রগতিশীল সাহিত্য সাময়িকী। কবি সিকান্দার আবু জাফর-এর সম্পাদনায় সমকালের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৩৬৪ বঙ্গাব্দের (১৯৫৭ সালে) ভাদ্র মাসে। সপ্তম বর্ষ থেকে এটি অনিয়মিতভাবে প্রকাশিত হয়।
১৯৬১ সালে ‘রবীন্দ্র জন্ম-শতবার্ষিকী সংখ্যা’ নামে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হয়। ১৯৭১ থেকে ১৯৭৪ পর্যন্ত এর প্রকাশনা বন্ধ ছিল। ১৯৭৫ সালে হাসান হাফিজুর রহমান-এর সম্পাদনায় প্রকাশিত হয়।
এ পর্যায়ে পত্রিকাটি অনিয়মিতভাবে সাড়ে তিন বছর টিকেছিল। অন্যদিকে দৈনিক সমকাল ৩১ মে ২০০৫ ঢাকা থেকে প্রকাশিত একটি বাংলা দৈনিক পত্রিকা। সাংবাদিক গােলাম সারওয়ার এ পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক।