শিক্ষা

ইন্টারনেট সেবায় রকেট উৎক্ষেপণ

ইলন মাস্কের স্টারলিংকের ব্রডব্যান্ড নেটওয়ার্কের সঙ্গে প্রতিযোগিতায় নামছে জেফ বেজোসের অ্যামাজন। ইন্টারনেট পরিষেবা দিতে ৬ অক্টোবর ২০২৩ মহাকাশে পরীক্ষামূলক উপগ্রহ স্থাপন করে অ্যামাজনের কুইপার ইন্টারনেট নেটওয়ার্ক। অ্যামাজন দুটি প্রোটোটাইপ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে।

উৎক্ষেপণ করা দুটি ছোট স্যাটেলাইট কুইপারস্যাট-১ ও কুইপারস্যাট-২। অ্যাটলাস-৫ রকেটের মাধ্যমে স্যাটেলাইট দুটিকে ভূপৃষ্ট থেকে ৫০০ কিমি ওপরের কক্ষপথে নিয়ে যাওয়া হয়।

অ্যামাজন আগামী কয়েক বছরের মধ্যে আরও ৩,২৩৬টি স্যাটেলাইট স্থাপন করার পরিকল্পনা হাতে নিয়েছে। যার মাধ্যমে বিশ্বব্যাপী ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে প্রতিষ্ঠানটি। অ্যামাজন ২০১৯ সালে প্রথমবারের মতো কুইপার পরিকল্পনাটির ঘোষণা দেয়।

বিষয়প্রজেক্ট কুইপারস্টারলিংক
প্রতিষ্ঠাএপ্রিল ২০১৯২০১৯ সালে
প্রতিষ্ঠাতাজেফ বেজোসইলন মাস্ক
সদর দপ্তরওয়াশিংটন, যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button