সাহারা মরুভূমি বিশ্বের সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি, যার আয়তন প্রায় ৯২ লাখ বর্গকিলোমিটার। এটি আফ্রিকা মহাদেশের ১১টি দেশের ওপর বিস্তৃত। সাহারায় তাপমাত্রা গ্রীষ্মে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। এর বালুকণা ও শুষ্ক জলবায়ু পৃথিবীর অন্যতম চরম পরিবেশের উদাহরণ।