- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
বাংলা ১ম পত্র
- ঢাকা বোর্ড
- এইচএসসি
- বাংলা ১ম পত্র
- ২০২৫
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
১ 'আমি আপনাদেরই সমগোত্রীয়'-উমিচাঁদ নিজেকে ইংরেজদের সমগোত্রীয় মনে করেন কেন?
ধর্মীয় চেতনা
উভয়ে বিলেত থেকে আগত
যে কোনোভাবে অর্থ উপার্জন
নবাবের হাত থেকে আত্মরক্ষা
২'মাসি-পিসি' গল্পে-"রসুই চালায় ঝাঁপ এঁটে মাসি-পিসি বাইরে যায়।" এখানে 'রসুই চালায়' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ড্রয়িং রুম
রান্নার ঘর
শোয়ার ঘর
জিনিসপত্রের ঘর
৩'যে মুখে সে কহে নিঠুরিয়া বাণী'-পরের চরণ কোনটি?
আমি করে লয়ে তারি মুখখানি
আমি লয়ে করে তারি মুখখানি
সাজাই তাহার গৃহখানি আনি
কত ঠাঁই হতে কত কীযে আনি
৪'বেজেছে কি আগমনী গান?' উক্তিটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে?
চিত্তচাঞ্চল্য
আগ্রহ
উদাসীনতা
অধ্যবসায়
৫'লালসালু' উপন্যাসের রহিমা চরিত্রটি _______
i. ধীরস্থির ও মমতাময়ী
ii. একরোখা ও কর্মপরায়ণা
iii. শান্তশিষ্ট ও ভীতু
নিচের কোনটি সঠিক?
i. ধীরস্থির ও মমতাময়ী
ii. একরোখা ও কর্মপরায়ণা
iii. শান্তশিষ্ট ও ভীতু
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৭ 'ইস্পাতের তরবারি' কাকে সশস্ত্র করবে?
যে কর্ষণ করে
যে ভালোবেসে যুদ্ধে যায়
যে মৎস্য লালন করে
যে লৌহখণ্ডকে প্রজ্বলিত করে
৮'মহা প্রলয়ের' সাথে সম্পর্ক আছে ------
i. ইস্রাফিলের সিঙ্গার
ii. নৃশংসতার
iii. নটরাজের
নিচের কোনটি সঠিক?
i. ইস্রাফিলের সিঙ্গার
ii. নৃশংসতার
iii. নটরাজের
নিচের কোনটি সঠিক?
i ও ii
i ও iii
ii ও iii
i, ii ও iii
৯'আঠারো বছর বয়স' কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ট্যটি উদ্দীপকে ফুটে উঠেছে?
ত্যাগের মহিমা
সহনশীলতা
আত্মপ্রত্যয়
মহত্ত্ব
১০নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
এ বয়স জানে রক্তদানের পুণ্য
আঠারো বছর বয়স ভয়ংকর
এ বয়সে কানে আসে কত মন্ত্রণা
এ বয়সে তাই নেই কোনো সংশয়
১১'আমার পথ' প্রবন্ধ অবলম্বনে মনুষ্যত্ববোধ জাগ্রত হলে-
i. সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে
ii. ধর্মে-ধর্মে বিরোধ মিটে যাবে
iii. ধর্মের সত্য উন্মোচিত হবে
নিচের কোনটি সঠিক?
i. সমাজকে ঐক্যবদ্ধ করা যাবে
ii. ধর্মে-ধর্মে বিরোধ মিটে যাবে
iii. ধর্মের সত্য উন্মোচিত হবে
নিচের কোনটি সঠিক?
i ও iii
i ও ii
ii ও iii
i, ii ও iii
১২'লালসালু' উপন্যাসের ইংরেজি অনুবাদক এর নাম কী?
মুহাম্মদ আতাউল্লাহ
কলিমুল্লাহ
সৈয়দ ওয়ালীউল্লাহ
জ্যাম-মারি-থিবো
১৩উদ্দীপকটি 'জামি কিংবদন্তির কথা বলছি' কথিতার কোন বিষয়টি নির্দেশ করে?
মায়ালিয় ঐতিহ্য
কাম্যগ্রীতি
কথিতার অমোঘ পক্ষির কথা
গিভলিও স্নেহের কথা
১৪উদ্দীপকের 'শস্য করেছি চাষ' বাক্যাংশের সাথে সাদৃশ্যযুক্ত পড়ক্তিটি হলো-
তাঁর করতলে পলিমাটির সৌরভ ছিল
একটি উজ্জ্বল জানালার কথা বলছি
প্রবহমান নদী তাকে পুরষ্কৃত করবে
সে আজন্ম ক্রীতদাস থেকে যাবে
১৫'আমি যা বলিব তাই হইবে'-'অপরিচিতা' গল্পে উক্তিটি কার?
অনুপমের
শম্ভুবাবুর
কল্যাণীর
মামার

