• হোম
  • বোর্ড পরীক্ষার প্রশ্ন

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

  • দিনাজপুর বোর্ড
  • এইচএসসি
  • পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
  • ২০২৫
Back

উদ্দীপক

মি. 'X' একজন ব্যবসায়ী। তিনি অফিস শেষ করে রাত ১২ টায় নিজ গাড়িতে বাসায় ফিরছিলেন। ফাঁকা রাস্তায় ট্রাফিক পোস্টে লাল বাতি দেখে তিনি গাড়ি দাঁড় করালেন।

মি. 'X' কী মেনেছেন?

.

প্রথা 

.

নীতি 

.

মূল্যবোধ 

.

আইন

উত্তর : .

আইন

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ

পৃথিবীর সকল দেশের সকল মানুষের সমভাগে ভোগ করার সুযোগ-সুবিধাকে কী বলা হয়? 

.

মৌলিক অধিকার 

.

মানবাধিকার 

.

আইনগত অধিকার 

.

নৈতিক অধিকার

Show Answer

মি. 'X' এর আচরণে মানুষের—

.

সময়ের অপচয় হয় 

.

স্বাধীনতা নিশ্চিত হয় 

.

দেশপ্রেম বৃদ্ধি পায় 

.

অধিকার নিশ্চিত হয়

Show Answer

স্বাধীনতার সবচেয়ে গুরুত্বপূর্ণ রক্ষাকবচ কোনটি? 

.

শক্তিশালী রাজনৈতিক দল 

.

সামাজিক গোষ্ঠী 

.

অর্থনৈতিক সাম্য 

.

সদাজাগ্রত জনমত

Show Answer

মূল্যবোধের ক্ষেত্রে কোনটি গুরুত্বপূর্ণ? 

.

নৈতিকতা 

.

জনকল্যাণ 

.

আইন 

.

সুশাসন

Show Answer

আইন মেনে চলা নাগরিকের— 

.

দায়িত্ব 

.

কর্তব্য 

.

দেশাত্মবোধ 

.

অধিকার

Show Answer

পৌরনীতি ও সুশাসনের আলোচ্য বিষয় কোনটি? 

.

সমাজ 

.

জনগণ 

.

নাগরিক 

.

রাজনীতি

Show Answer

পৌরনীতি ও সুশাসন অধ্যয়ন প্রয়োজন—
i. নেতৃত্বের গুণাবলি অর্জন করার জন্য
ii. অধিকার ও কর্তব্য সম্পর্কে জানার জন্য
iii. সুনাগরিক হওয়ার জন্য
নিচের কোনটি সঠিক? 

.

i ও ii 

.

ii ও iii 

.

i ও iii 

.

i, ii ও iii

Show Answer

প্রাচীনকালে গ্রিসের এথেন্স ও স্পার্টায় কোন ধরনের রাষ্ট্র প্রচলিত ছিল? 

.

বিশ্ব রাষ্ট্র 

.

নগর রাষ্ট্র 

.

জাতি রাষ্ট্র 

.

যুক্তরাষ্ট্র

Show Answer

"Patriotism" শব্দটি কোন ভাষা থেকে এসেছে? 

.

ল্যাটিন 

.

জার্মান 

.

গ্রিক 

.

ইংরেজি

Show Answer

নাগরিক হিসেবে ফ্লাইট লে. মতিউর রহমানের কার্যকলাপের ফলে রাষ্ট্র—

.

পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় 

.

পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয় 

.

মূল্যবান সম্পদ হারায় 

.

সমৃদ্ধশালী হয়

Show Answer