• হোম
  • বোর্ড পরীক্ষার প্রশ্ন

পৌরনীতি ও সুশাসন ১ম পত্র

  • বরিশাল বোর্ড
  • এইচএসসি
  • পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
  • ২০২৫
Back

মৌলিক অধিকারের রক্ষক কোনটি? 

.

সংবিধান 

.

সরকার

.

জাতিসংঘ 

.

সমাজ

উত্তর : .

সংবিধান 

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ

জাতি রাষ্ট্রের জনক কে?

.

জন লক

.

রুশো

.

হবস

.

ম্যাকিয়াভেলি

Show Answer

'ক' রাষ্ট্রে রাজার মৃত্যুর পর তাঁর ছেলে সিংহাসনে আরোহণ করেছেন। রাষ্ট্রীয় আইনানুযায়ী তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। ‘ক’ রাষ্ট্রে নিচের কোন ধরনের সরকার ব্যবস্থা কার্যকর? 

.

অভিজাততন্ত্র 

.

রাজতন্ত্র 

.

সমাজতন্ত্র 

.

গণতন্ত্র

Show Answer

দেশপ্রেম হচ্ছে-
i. মাতৃভূমির প্রতি মমত্ববোধ
ii. মাতৃভূমির প্রতি ভালোবাসা
iii. মাতৃভূমির প্রতি দায়িত্বশীলতা
নিচের কোনটি সঠিক? 

.

i ও ii 

.

i ও iii 

.

ii ও iii 

.

i, ii ও iii

Show Answer

বাংলাদেশের আইনসভার নাম কী? 

.

জাতীয় সংসদ 

.

পার্লামেন্ট 

.

কংগ্রেস 

.

বিধান সভা

Show Answer

কোন দেশের আইন প্রথা নির্ভর? 

.

মার্কিন যুক্তরাষ্ট্র 

.

যুক্তরাজ্য 

.

ফ্রান্স 

.

সৌদি আরব

Show Answer

রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য কী? 

.

ক্ষমতায় আরোহণ 

.

জনমত গঠন 

.

কর্মসূচি প্রণয়ন 

.

সমস্যা নির্ধারণ

Show Answer

বর্ণিত মূল্যবোধের অর্জন কোনটি? 

উদ্দীপক : 'বসুধা' এলাকার মানুষেরা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় সামাজিক বন্ধন অটুট রেখেছে। এলাকার বড়রা ছোটদের স্নেহ করেন, ছোটরা বড়দের সম্মান করে। ঝগড়া বিবাদ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলেন।

.

শিষ্টাচার 

.

রাজনৈতিক সহনশীলতা 

.

জবাবদিহিতা 

.

দায়িত্বশীলতা

Show Answer

উদ্দীপকে কোন ধরনের মূল্যবোধ লক্ষণীয়? 

উদ্দীপক : 'বসুধা' এলাকার মানুষেরা পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতায় সামাজিক বন্ধন অটুট রেখেছে। এলাকার বড়রা ছোটদের স্নেহ করেন, ছোটরা বড়দের সম্মান করে। ঝগড়া বিবাদ তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে মিটিয়ে ফেলেন।

.

সামাজিক 

.

রাজনৈতিক 

.

অর্থনৈতিক 

.

ধর্মীয়

Show Answer

আসলাম সাহেবের কর্মকাণ্ডের ফলে-

উদ্দীপক : আসলাম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত আছেন। দুষ্টের দমন ও শিষ্টের লালন তার বিভাগের কাজ। সম্প্রতি তিনি একজন নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দিয়ে ব্যাপক প্রশংসা পান।
i. ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে
ii. অপরাধ বৃদ্ধি পাবে
iii. সুশাসন প্রতিষ্ঠিত হবে
নিচের কোনটি সঠিক? 

.

i ও iii 

.

ii ও iii 

.

i ও ii 

.

i, ii ও iii

Show Answer

আসলাম সাহেব সরকারের কোন বিভাগে কর্মরত? 

উদ্দীপক : আসলাম সাহেব সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগে কর্মরত আছেন। দুষ্টের দমন ও শিষ্টের লালন তার বিভাগের কাজ। সম্প্রতি তিনি একজন নিরপরাধ ব্যক্তিকে মুক্তি দিয়ে ব্যাপক প্রশংসা পান।

.

আইন বিভাগ 

.

শাসন বিভাগ 

.

সামরিক বিভাগ

.

বিচার বিভাগ

Show Answer