• হোম
  • বোর্ড পরীক্ষার প্রশ্ন

সমাজকর্ম ২য় পত্র

  • সম্মিলিত বোর্ড
  • এইচএসসি
  • সমাজকর্ম ২য় পত্র
  • ২০২৫
Back

সামাজিকতা রক্ষা ও সভ্যজীবন যাপনের সাথে নিচের কোন চাহিদাটি সম্পর্কিত? 

.

খাদ্য 

.

বস্ত্র

.

স্বাস্থ্য 

.

চিত্তবিনোদন

উত্তর : .

বস্ত্র

Verified

শেয়ার :

সম্পর্কিত প্রশ্ন সমূহ

উদ্দীপকে ইঙ্গিতকৃত বিবাহের ফলে নারীরা—
i. কর্মদক্ষতা অর্জনের সুযোগ থেকে বঞ্চিত হয়
ii. পারিবারিক বিশৃঙ্খলার শিকার হয়
iii. ক্ষমতায়নের স্বাদ প্রাপ্তি হতে বঞ্চিত হয়
নিচের কোনটি সঠিক?

.

i ও ii 

.

i ও iii 

.

ii ও iii 

.

i, ii ও iii

Show Answer

উদ্দীপকে উল্লিখিত বিবাহটি কোন ধরনের? 

.

বাল্য বিবাহ 

.

পরিণত বয়সে বিবাহ 

.

নিজ পছন্দের বিবাহ 

.

অসম বয়সে বিবাহ

Show Answer

যৌতুক প্রথার প্রত্যক্ষ ফলাফল হলো—
i. দাম্পত্য কলহ
ii. নারীর নিরাপত্তাহীনতা
iii. আত্মহত্যা
নিচের কোনটি সঠিক?

.

i ও ii 

.

i ও iii 

.

ii ও iii 

.

i, ii ও iii

Show Answer

সামাজিক সমস্যার বৈশিষ্ট্য কোনটি? 

.

অসম সাংস্কৃতিক পরিবর্তন 

.

বাস্তবমুখী নীতির অভাব 

.

শিল্পায়ন ও নগরায়ণের প্রভাব 

.

আদর্শ ও মূল্যবোধের পরিপন্থী

Show Answer

বাংলাদেশের চিকিৎসা সমাজকর্মের সর্বপ্রথম প্রয়োগ শুরু হয় কোথায়? 

.

পি. জি. হাসপাতালে 

.

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে 

.

মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে 

.

ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে

Show Answer

রোগীদের বিভিন্ন জটিলতা দূরীকরণে উদ্দীপকে ইঙ্গিতকৃত ব্যক্তি যেভাবে ভূমিকা পালন করতে পারেন—
উদ্দীপক : রহিমা তার মায়ের চিকিৎসার জন্য জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গিয়ে প্রথমে সে কী করবে তা বুঝতে পারছিল না। এমতাবস্থায় রহিমার মায়ের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেবা কর্মের সহায়তা গ্রহণ করে চিকিৎসা নেন।
i. ডাক্তার, নার্স ও রোগীর মধ্যে সমন্বয়ের মাধ্যমে
ii. রোগীকে চিকিৎসা প্রদানের মাধ্যমে
iii. রোগীর অসহায়ত্ব দূরীকরণে
নিচের কোনটি সঠিক?

.

i ও ii 

.

i ও iii 

.

ii ও iii 

.

i, ii ও iii

Show Answer

রহিমার মায়ের চিকিৎসার জন্য হাসপাতালের কে ভূমিকা পালন করেন?

উদ্দীপক : রহিমা তার মায়ের চিকিৎসার জন্য জেলা শহরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে গিয়ে প্রথমে সে কী করবে তা বুঝতে পারছিল না। এমতাবস্থায় রহিমার মায়ের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সেবা কর্মের সহায়তা গ্রহণ করে চিকিৎসা নেন। 

.

ডাক্তার 

.

নার্স 

.

হাসপাতাল সমাজকর্মী 

.

শেয়ার ক্লিনিক্যাল সমাজকর্মী

Show Answer

শিল্প সমাজকর্মী হলেন একজন— 

.

প্রণোদনাকারী 

.

পরামর্শক 

.

নীতি নির্ধারক 

.

সমন্বয়ক

Show Answer

উক্ত মৌলিক মানবিক চাহিদা পূরণ নিচের কোনটির সাথে সম্পর্কিত?
উদ্দীপক : রায়হান সাহেব রাতে অফিস থেকে বাসায় ফিরে দেখেন ছেলে নির্ঘুম থেকে লেখাপড়া নষ্ট করে মোবাইলে গেমস খেলছে। এতে ছেলের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্যও নষ্ট হচ্ছে। তিনি ছেলেকে গেমস খেলতে নিষেধ করেন। ছেলের দাবি হচ্ছে তাকে গল্প শোনালে এবং ঘুরতে নিয়ে গেলে মোবাইলে গেমস খেলা বাদ দিবে।
i. পাহাড় দর্শন
ii. কার্টুন দেখা
iii. সমুদ্র সৈকত ভ্রমণ
নিচের কোনটি সঠিক?

.

i ও ii 

.

i ও iii 

.

ii ও iii 

.

i, ii ও iii

Show Answer

উদ্দীপকে রায়হান সাহেবের ছেলের মৌলিক মানবিক চাহিদা কোনটি?
উদ্দীপক : রায়হান সাহেব রাতে অফিস থেকে বাসায় ফিরে দেখেন ছেলে নির্ঘুম থেকে লেখাপড়া নষ্ট করে মোবাইলে গেমস খেলছে। এতে ছেলের লেখাপড়াও ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং স্বাস্থ্যও নষ্ট হচ্ছে। তিনি ছেলেকে গেমস খেলতে নিষেধ করেন। ছেলের দাবি হচ্ছে তাকে গল্প শোনালে এবং ঘুরতে নিয়ে গেলে মোবাইলে গেমস খেলা বাদ দিবে।

.

শিক্ষা 

.

চিকিৎসা 

.

চিত্তবিনোদন 

.

ঘুম

Show Answer