- হোম
- বোর্ড পরীক্ষার প্রশ্ন
পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
- ময়মনসিংহ বোর্ড
- এইচএসসি
- পৌরনীতি ও সুশাসন ১ম পত্র
- ২০২৫
বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর
১দেশপ্রেম বলতে বোঝায়—
i. দেশকে ভালোবাসা
ii. দেশের বিপদে পাশে না থাকা
iii. দেশের মানুষকে ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
i. দেশকে ভালোবাসা
ii. দেশের বিপদে পাশে না থাকা
iii. দেশের মানুষকে ভালোবাসা
নিচের কোনটি সঠিক?
i
i ও iii
ii ও iii
i, ii ও iii
৪"জাতীয়তা এক প্রকার মানসিক ধারণা।" উক্তিটি কার?
লাস্কি
গেটেল
লর্ড ব্রাইস
জে.এস.মিল
৫আইনসভার প্রধান কাজ কী?
আইন প্রণয়ন করা
জনমত গঠন করা
নির্বাচন পরিচালনা করা
আইন বাস্তবায়ন করা
৬উক্ত আইনসভা বিদ্যমান রয়েছে—
উদ্দীপক : 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা ও দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বিদ্যমান।
i. বাংলাদেশে
ii. যুক্তরাজ্যে
iii. মার্কিন যুক্তরাষ্ট্রে
নিচের কোনটি সঠিক?
i. বাংলাদেশে
ii. যুক্তরাজ্যে
iii. মার্কিন যুক্তরাষ্ট্রে
নিচের কোনটি সঠিক?
i
i ও ii
ii ও iii
i, ii ও iii
৭'ক' রাষ্ট্রের সরকার প্রধান কে?
উদ্দীপক : 'ক' রাষ্ট্রে রাষ্ট্রপতিশাসিত শাসনব্যবস্থা ও দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভা বিদ্যমান।
প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি
প্রধান বিচারপতি
উপ-রাষ্ট্রপতি
৮বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা কোনটি?
গণতন্ত্র
একনায়কতন্ত্র
রাজতন্ত্র
স্বৈরতন্ত্র
৯মি. হাসান দেশের বিভিন্ন সমস্যার সমাধানকল্পে মানুষকে সংগঠিত করেন। মানুষও তাঁর ডাকে স্বতঃস্ফূর্তভাবে সাঁড়া দিয়ে থাকেন। এখানে মি. হাসানের মধ্যে কোন ধরনের নেতৃত্বের প্রকাশ ঘটেছে?
রাজনৈতিক
সম্মোহনী
বিশেষজ্ঞসুলভ
প্রশাসনিক
১১নিচের কোনটির সঙ্গে আতিকের বাবার সংগঠনের মিল রয়েছে?
উদ্দীপক: আতিকের বাবা একজন শিক্ষক। শিক্ষকদের নিয়ে গঠিত একটি সংগঠনে তিনি নেতৃত্ব দিয়ে থাকেন।
চাপসৃষ্টিকারী গোষ্ঠী
রাজনৈতিক দল
নির্বাচক মন্ডলী
নাগরিক ঐক্য
১২বাংলাদেশে কোন প্রকারের দলীয় ব্যবস্থা বিদ্যমান?
একদলীয়
দ্বি-দলীয়
বহুদলীয়
নির্দলীয়
১৩বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখে?
১০ ডিসেম্বর
১৫ ডিসেম্বর
১৬ ডিসেম্বর
১৮ ডিসেম্বর
১৪জাতিসংঘের কোন পরিষদ কর্তৃক সার্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র গৃহীত হয়?
সাধারণ পরিষদ
নিরাপত্তা পরিষদ
অছি পরিষদ
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ
১৫সরকারের কোন অঙ্গ অধ্যাদেশ জারি করতে পারে?
আইন সভা
নির্বাহী বিভাগ
মন্ত্রীপরিষদ
বিচার বিভাগ